পড়াশোনা
1 min read

Tag Question কি?

Tag question বা Question tag হচ্ছে এমন এক শব্দগুচ্ছ যা কোনো statement কে প্রশ্নে পরিণত করার জন্য বা statement টি সঠিক কিনা তা যাচাই করার জন্য এর শেষে যুক্ত করা হয়। যেমন-

  • সে মিথ্যাবাদী, তাই নয় কি? – He is a liar, isn’t he?
  • সে মিথ্যাবাদী নয়, তাই না? – He is not a liar, is he?

কিন্তু ব্যবহারিক জীবনে Conversation বা কথোপকথনের সময় আমরা কেবল Statement বা Assertive sentence এর পরই Tag question করি না; বরং Imperative sentence প্রভৃতির পরেও যৌক্তিকভাবে Tag question করি। এক্ষেত্রে Tag question বা Question tag এর mood টিই সর্বাধিক গুরুত্বপূর্ণ। Tagটি এমনভাবে করতে হবে যেন asking for confirmation বা নিশ্চিতকরণের অনুসন্ধিৎসা স্পষ্টভাবে প্রকাশ পায়।

Tag Question এর নিয়মাবলিঃ
১। মূল Sentence ও Tag Question এর মাঝে কমা চিহ্ন ( , ) এবং সর্বশেষে প্রশ্নবোধক চিহ্ন ( ? ) বসাতে হবে।
২। মূল Subject এর Pronoun সবসময় Tag Question এর Subject হিসেবে ব্যবহৃত হয়। যেমন–

  • Karim can do this, can’t he?
  • Ruma likes mushrooms, doesn’t she?
Rate this post