অডিও ভোল্টেজ অ্যামপ্লিফায়ার কাকে বলে? অডিও ভোল্টেজ অ্যামপ্লিফায়ারের প্রয়ােজনীয়তা।
যে অ্যামপ্লিফায়ারের সাহায্যে অডিও ফ্রিকুয়েন্সির সিগন্যাল ভােল্টেজকে বিবর্ধিত করা হয়, তাকে অডিও ভোল্টেজ অ্যামপ্লিফায়ার বলে।
অডিও ভোল্টেজ অ্যামপ্লিফায়ারের প্রয়ােজনীয়তা।
এএম বা এফএম ডিটেক্টর থেকে যে আউটপুট পাওয়া যায় তাকে সরাসরি পাওয়ার অ্যামপ্লিফায়ারে দেওয়া যায় না, পাওয়ার অ্যামপ্লিফায়ার শুধুমাত্র সিগন্যালের কারেন্ট ও ভােল্টেজ লেভেলকে একটি নির্দিষ্ট সীমায় বাড়ায়। এ পাওয়ার বাড়ানাের পূর্বে সিগন্যালের ভােল্টেজ বৃদ্ধি করতে হয়। আর এ সিগন্যালের ভােল্টেজকে বাড়ানাের কাজই অডিও ভােল্টেজ অ্যামপ্লিফায়ার সম্পাদন করে, যার মাধ্যমে শুধুমাত্র সিগন্যালের ভােল্টেজকে বাড়ানাে হয়।