পড়াশোনা
1 min read

ফুসফুস কি? ফুসফুসের কাজ কি?

ফুসফুস হচ্ছে শ্বসনতন্ত্রের অন্যতম প্রধান অঙ্গ। ফুসফুসের বায়ুথলি বা অ্যালভিওলাসে পরিবেশের O2 জমা হয় যা রক্তের মাধ্যমে দেহ কোষে পৌঁছায়। আবার এখানে রক্ত হতে আগত কার্বন ডাই-অক্সাইডও জমা হয় যা শ্বাসনালি ও নাসারন্ধ্রের মাধ্যমে পরিবেশে নির্গত হয়।

ফুসফুসের কাজ
ফুসফুসের কাজ নিচে উল্লেখ করা হলোঃ

  • ফুসফুসের সাহায্যে প্রাণী পরিবেশ থেকে অক্সিজেনযুক্ত বায়ু গ্রহণ করে দেহে জৈবনিক প্রক্রিয়া সম্পন্ন করে।
  • জৈবনিক প্রক্রিয়ায় উৎপন্ন বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড ফুসফুস দেহ থেকে বের করে দিতে সাহায্য করে।
4.7/5 - (67 votes)