পড়াশোনা

জীবন-সঙ্গীত কবিতার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (MCQ)

1 min read

এসএসসি ২০২২ – বাংলা ১ম পত্র

১. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন কত সালে?

ক. ১৯০১ খ. ১৯০৩

গ. ১৯০৫ ঘ. ১৯০৭

সঠিক উত্তর : খ. ১৯০৩

২. কবি কাতর স্বরে কী বলতে নিষেধ করেছেন?

ক. বৃথা জন্ম এ সংসারে

খ. তুমি কার, কে তোমার

গ. এমন পাবে না আর

ঘ. জীবাত্মা অনিত্য নয়

সঠিক উত্তর : ক. বৃথা জন্ম এ সংসারে

৩. কবি হেমচন্দ্র কোনটি বিশ্বাস করেন না?

ক. এ জীবন নিশার স্বপন

খ. এ জীবন অত্যন্ত মূল্যবান

গ. এ জীবন যুদ্ধক্ষেত্র

ঘ. এ জীবন ক্ষণস্থায়ী

সঠিক উত্তর : ক. এ জীবন নিশার স্বপন

 

৪. মানুষকে কবি কী বৃথা ক্ষয় করতে নিষেধ করেছেন?

ক. কথা খ. সুখ

গ. সম্মান ঘ. জীবন

সঠিক উত্তর : ঘ. জীবন

৫. কবি কিসে ভুলতে নিষেধ করেছেন?

ক. প্রাকৃতিক সৌন্দর্যে

খ. বাহ্যদৃশ্যে

গ. স্নেহ–মমতায়

ঘ. নিশার স্বপনে

সঠিক উত্তর : খ. বাহ্যদৃশ্যে

৬. কিসের আশা করলে দুঃখের ফাঁস পরতে হবে?

ক. মহিমার খ. সুখের

গ. পুরস্কারের  ঘ. পুণ্যের

সঠিক উত্তর : খ. সুখের

 

৭. কবি মানুষের আয়ুকে ‘শৈবালের নীর’ বলেছেন কেন?

ক. মানুষ মরণশীল বলে

খ. মানুষ ক্ষণজীবী বলে

গ. জীবন দুর্লভ বলে

ঘ. জীবন অস্থির বলে

সঠিক উত্তর : ক. মানুষ মরণশীল বলে

৮. মিথ্যা সুখের কল্পনা কী বাড়িয়ে দেয়?

ক. হতাশা খ. দুঃখ

গ. চিন্তা ঘ. নৈরাজ্য

সঠিক উত্তর : খ. দুঃখ

৯. ‘দারা পুত্র পরিবার, তুমি কার কে তোমার’—এসব বলে কবি কী করতে নিষেধ করেছেন?

ক. আনন্দ খ. ক্রন্দন

গ. দান ঘ. উল্লাস

সঠিক উত্তর : খ. ক্রন্দন

১০. ভবের উন্নতি করার জন্য অপরিহার্য কোনটি?

ক. সংসারে বৈরাগ্য ধারণ করা

খ. নিত্য নিজ কাজ করা

গ. সুখের আশা করা

ঘ. যুদ্ধ করা

সঠিক উত্তর : খ. নিত্য নিজ কাজ করা

 

১১. কোন বিষয়টিকে মানুষ কখনোই নিয়ন্ত্রণ করতে পারে না?

ক. জীবন খ. সংসার

গ. কর্ম ঘ. সময়

সঠিক উত্তর : ঘ. সময়

১২. ‘করো না সুখের আশ, পরো না দুখের ফাঁস’—এখানে ‘সুখের আশ’ বলতে কী বোঝানো হয়েছে?

ক. অধিকার খ. লোভ

গ. মোহ ঘ. হতাশা

সঠিক উত্তর : গ. মোহ

১৩. সহায়–সম্পদ সবকিছু কোনটি ঘুচিয়ে দেয়?

ক. মহিমা খ. কাল

গ. মানুষ ঘ. পরিবার

সঠিক উত্তর : খ. কাল

১৪. ‘জীবন–সংগীত’ কবিতায় মানুষের জীবনকালকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে?

ক. নিশার স্বপন  খ. শৈবালের নীর

গ. সুতা কাটা ঘুড়ি ঘ. ভোরের শিশির

সঠিক উত্তর : খ. শৈবালের নীর

১৫. কবি হেমচন্দ্র মানুষের জীবনকে কিসের সঙ্গে তুলনা করেছেন?

ক. কুসুম কানন খ. সমরাঙ্গন

গ. পুষ্পশয্যা  ঘ. স্রোতস্বিনী

সঠিক উত্তর : খ. সমরাঙ্গন

 

১৬. কবি সংসারকে কী বলে আখ্যায়িত করেছেন?

ক. নিশার স্বপন খ. মহিমাময়

গ. সমরাঙ্গন ঘ. দুর্লভ

সঠিক উত্তর : গ. সমরাঙ্গন

১৭. ‘জীবন–সংগীত’ কবিতায় কোনটিকে দুর্লভ বলা হয়েছে?

ক. সম্পদ খ. সুস্বাস্থ্য

গ. মহিমা ঘ. শিক্ষা

সঠিক উত্তর : গ. মহিমা

১৮. কবি সুখের আশায় কী পরতে নিষেধ করেছেন?

ক. দামি পোশাক খ. দুখের ফাঁস

গ. সংসারী সাজ ঘ. যুদ্ধের পোশাক

সঠিক উত্তর : খ. দুখের ফাঁস

 

১৯. ভবের উন্নতি করার জন্য অপরিহার্য কোনটি?

ক. সংসারের বৈরাগী সাজ ধারণ করা

খ. নিত্য নিজ কাজ করা

গ. সুখের আশা করা

ঘ. যুদ্ধ করা

সঠিক উত্তর : খ. নিত্য নিজ কাজ করা

২০. ‘জীবাত্মা’ শব্দটির অর্থ কী?

ক. আত্মার জীবন

খ. মানুষের আত্মা

গ. জীব ও আত্মা

ঘ. পরম আত্মা

সঠিক উত্তর : খ. মানুষের আত্মা

২১. ‘আকিঞ্চন’ শব্দের অর্থ কী?

ক. অপচয় খ. সঞ্চয়

গ. অলসতা ঘ. চেষ্টা

সঠিক উত্তর : ঘ. চেষ্টা

 

২২. ‘সমরাঙ্গন’ বলতে কী বোঝানো হয়েছে?

ক. যুদ্ধক্ষেত্র খ. বাড়ির উঠান

গ. সুন্দর বারান্দা ঘ. কর্মক্ষেত্র

সঠিক উত্তর : ঘ. কর্মক্ষেত্র

২৩. ‘অনিত্য’ মানে —

i. অস্থায়ী

ii. যা নশ্বর

iii. যা ক্ষীয়মাণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ. i, ii ও iii

২৪. ‘জীবন–সংগীত’ কবিতার মূলভাব —

i. আশাব্যঞ্জক জীবনের উপলব্ধি

ii. বৈরাগ্য ও কর্মহীনতার বোধ

iii. আশাবাদী কর্মময় জীবনের প্রেরণা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : খ. i ও iii

 

২৫. ‘বীর্যবান’ অর্থ কী?

ক. সাহসী খ. বুদ্ধিমান

গ. শক্তিমান ঘ. ধৈর্যশীল

সঠিক উত্তর : গ. শক্তিমান

২৬. কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোন সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৮৩৮ সালে খ. ১৮৭১ সালে

গ. ১৭৩৮ সালে ঘ. ১৮৭৩ সালে

সঠিক উত্তর : ক. ১৮৩৮ সালে

২৭. ‘জীবন–সংগীত’ কবিতায় কবি কিসের উন্নতির কথা বলেছেন?

ক. মানুষের খ. জাতির

গ. ভবের ঘ. দেশের

সঠিক উত্তর : গ. ভবের

 

২৮. ‘জীবন-সংগীত’ কবিতায় কবি কোন লক্ষ্যে কাজ করতে বলেছেন?

ক. মানবতার কল্যাণে

খ. যশ–খ্যাতি লাভে

গ. বৈরাগ্য থেকে মুক্তির জন্য

ঘ. সুখী সমৃদ্ধ জীবনের জন্য

সঠিক উত্তর : ক. মানবতার কল্যাণে

২৯. ‘জীবন–সংগীত’ কবিতায় কোনটি স্থির থাকে না?

ক. সময় খ. আশা

গ. স্বপ্ন ঘ. দুঃখ

সঠিক উত্তর : ক. সময়

৩০. স্বদেশপ্রেমের অনুপ্রেরণায় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোন মহাকাব্যটি রচনা করেন?

ক. বৃত্রসংহার খ. আশাকানন

গ. বীরবাহু ঘ. ছায়াময়ী

সঠিক উত্তর : ক. বৃত্রসংহার

৩১. নৈরাজ্যবাদীরা জীবনকে কী রূপ মনে করেন?

ক. পদ্মপাতার জল খ. দিঘির জল

গ. শৈবালের নীর ঘ. নিশার স্বপন

সঠিক উত্তর : ঘ. নিশার স্বপন

৩২. কবির মতে, দুঃখের মূল কারণ কোনটি?

ক. আয়ু প্রত্যাশা খ. সম্পদ প্রত্যাশা

গ. সুখ প্রত্যাশা ঘ. স্নেহ প্রত্যাশা

সঠিক উত্তর : গ. সুখ প্রত্যাশা

 

৩৩. কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় জগৎ–সংসারকে কোনটির সঙ্গে তুলনা করেছেন?

ক. যুদ্ধক্ষেত্র খ. স্বর্গ

গ. যন্ত্রণা ঘ. পার্থিব মায়া

সঠিক উত্তর : ক. যুদ্ধক্ষেত্র

৩৪. কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোনটিকে জগতে দুর্লভ বলেছেন?

ক. আকাঙ্ক্ষা খ. মহিমা

গ. সাধনা ঘ. সম্পদ

সঠিক উত্তর : খ. মহিমা

৩৫. আমরা বরণীয় হব কীভাবে?

ক. ভবিষ্যতের ওপর নির্ভর করে

খ. স্বীয় কীর্তির ধ্বজা ধরে

গ. সংসারী সাজে

ঘ. ভবের উন্নতি করে

সঠিক উত্তর : খ. স্বীয় কীর্তির ধ্বজা ধরে

৩৬. ‘জীবন–সংগীত’ কবিতায় কবি কোথায় পদাঙ্ক অঙ্কন করে অমর হওয়ায় আশা ব্যক্ত করেছেন?

ক. সংসার সাগরতীরে

খ. সমর সাগরতীরে

গ. জীবন সাগরতীরে

ঘ. সুখের সাগরতীরে

সঠিক উত্তর : খ. সমর সাগরতীরে

 

৩৭. কবি হেমচন্দ্র কী সাধন করতে বলেছেন?

ক. সংসার খ. সাগর

গ. ভব ঘ. সংকল্প

সঠিক উত্তর : ঘ. সংকল্প

৩৮. কবি হেমচন্দ্র যুদ্ধ করতে বলেছেন কার সঙ্গে?

ক. সংসারের সঙ্গে খ. সাগরের সঙ্গে

গ. ভবের সঙ্গে ঘ. নিজের সঙ্গে

সঠিক উত্তর : ক. সংসারের সঙ্গে

৩৯. ‘দারা’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক. নারী খ. বোন

গ. স্ত্রী   ঘ. পুত্র

সঠিক উত্তর : গ. স্ত্রী

৪০. সংসারকে ‘সমরাঙ্গন’ বলার কারণ কী?

ক. সংসারে নানা ঘাত–প্রতিঘাত মোকাবিলা করতে হয়

খ. সংসারে যুদ্ধ করতে হয়

গ. সংসার ক্ষণস্থায়ী

ঘ. মানুষ মরণশীল

সঠিক উত্তর : ক. সংসারে নানা ঘাত–প্রতিঘাত মোকাবিলা করতে হয়

 

৪১. ‘আয়ু যেন শৈবালের নীর’ — এর দ্বারা কী বোঝানো হয়েছে?

ক. জীবন কুসুমাস্তীর্ণ নয়

খ. এ জীবন ক্ষণস্থায়ী

গ. আয়ু ক্রমান্বয়ে ফুরিয়ে যায়

ঘ. জীবন অবিনশ্বর নয়

সঠিক উত্তর : খ. এ জীবন ক্ষণস্থায়ী

৪২. ‘জীবন–সংগীত’ কবিতার মূল প্রতিপাদ্য বিষয় কোনটি?

ক. জীবন ও প্রকৃতি খ. প্রকৃতির সৌন্দর্য

গ. জীবনের তাৎপর্য ঘ. সন্ন্যাসজীবন

সঠিক উত্তর : গ. জীবনের তাৎপর্য

৪৩. কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কিসে মুক্তি নেই বলেছেন?

ক. সংসারে খ. বৈরাগ্যে

গ. সংগ্রামে ঘ. পরিবারে

সঠিক উত্তর : খ. বৈরাগ্যে

 

৪৪. ‘কীর্তিমানের মৃত্যু নাই’— এ উক্তির ভাবসত্যের সঙ্গে মিল আছে কোন কবিতায়?

ক. আশা খ. রানার

গ. মানুষ ঘ. জীবন–সংগীত

সঠিক উত্তর : ঘ. জীবন–সংগীত

 

৪৫. ‘জীবন–সংগীত’ কবিতায় কবি মানবগণকে বারণ করেছেন —

i. ভয়ে ভীত হতে

ii. সুখের আশা করতে

iii. বৃথা জীবন ক্ষয় করতে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ. i, ii ও iii

৪৬. ‘জীবন–সংগীত’ কবিতার প্রতিপাদ্য বিষয় হলো —

i. জীবনের স্বরূপ অনুধাবন

ii. সংসারের স্বরূপ অনুধাবন

iii. কর্তব্যে অবিচল থাকা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ. i, ii ও iii

 

৪৭. ‘জীবন–সংগীত’ কবিতায় কবি মানবজীবনকে বৃথা বলতে চাননি। কারণ —

i. মানবজীবন সাফল্যে পরিপূর্ণ

ii. মানবজীবন তাৎপর্যময়

iii. মানুষের অনেক দায়িত্ব রয়েছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : খ. i ও iii

 

৪৮. কবি কেন মানুষের জীবনকে বৃথা বলতে চাননি?

i. মানবজীবন মূল্যবান বলে

ii. বৈরাগ্যে মুক্তি নেই বলে

iii. জীবন শিশিরবিন্দুর মতো ক্ষণস্থায়ী বলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক. i ও ii

৪৯. কবির মতে, মানুষ কীভাবে অমর হবে?

ক. মহৎ কর্ম করে খ. যুদ্ধ জয় করে

গ. সংসারধর্ম পালন করে ঘ. ক্রন্দন না করে

সঠিক উত্তর : ক. মহৎ কর্ম করে

৫০. কবির মতে, নিচের কোনটি অত্যন্ত মূল্যবান?

ক. মানবজনম  খ. কর্ম

গ. সাধনা ঘ. ধ্যান

সঠিক উত্তর : ক. মানবজনম

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x