ক্লিপ অন মিটার (Clip on Meter) কাকে বলে? ক্লিপ অন মিটারের ব্যবহার।
যে ইন্সট্রুমেন্টের সাহায্যে এসি সার্কিটের তারে ক্লাম করে এসি কারেন্ট পরিমাপ করা হয় তাকে ক্লিপ অন মিটার (Clip on Meter) বলে। ক্লিপ অন মিটারের সাহায্যে এসি কারেন্ট, এসি ভোল্টেজ, রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়।
ক্লিপ অন মিটারে বিভিন্ন ফাংশন থাকেঃ
1) পাওয়ার সুইচ : এর মাধ্যমে মিটারের ডিসপ্লে পাওয়ার আসে।
2) সিলেক্টর নব : এর মাধ্যমে বিভিন্ন রেঞ্জ যথা- রেজিস্ট্যান্স, এসি কারেন্ট ও এসি ভোল্টেজের সিলেকশন করা যায়।
3) ডাটা হোল্ড : রেজিস্ট্যান্স, কারেন্ট ও ভোল্টেজ পরিমাপের সময় ডাটা হোল্ড করে পরিমাপের মান সংরক্ষন করা যায়। এ ধরনের মান মিটারের সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় দেখা যায়, যতক্ষন পর্যন্ত পাওয়ার সুইচ বন্ধ না করা হয় অথবা স্বংয়ক্রিয়ভাবে পাওয়ার বন্ধ না হয়।
ক্লিপ অন মিটারের ব্যবহার (Use of Clip on Meter)
1) এসি কারেন্ট পরিমাপ করা যায়।
2) রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়।
3) এসি ভোল্টেজ পরিমাপ করা যায়।
এছাড়া ওপেন সার্কিট ত্রুটি, শর্ট সার্কিট ত্রুটি, আর্থ ত্রুটি ও তারের কন্টিনিউটি টেস্ট করা যায়।