উত্তরঃ গাইগার মুলার কাউন্টার বা জিএম (GM) কাউন্টার সর্বাপেক্ষা জনপ্রিয় বিকিরণ ডিটেক্টর। এ কাউন্টার হাই গেইন অ্যামপ্লিফায়ার ছাড়াই আলফা, বিটা, গামা ও এক্সরে বিকিরণ শনাক্ত করতে পারে।

রসায়ন (Chemistry) বিষয়ের আরও প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১। ড্রাই আইস কি?
উত্তরঃ কঠিন কার্বন ডাই-অক্সাইড হলো ড্রাই আইস। একে শুষ্ক বরফও বলা হয়। এটি দেখতে সাদা বরফের মতো বলে একে শুষ্ক বরফ বলা হয়। এটি বায়ুরোধক হিসাবে আইসক্রিম ফ্যাক্টরিতে ব্যবহার করা হয়।

প্রশ্ন-২। অণুর আকৃতি বলতে কী বোঝায়?
উত্তরঃ অণুর আকৃতি বলতে অণুতে পরমাণুগুলো পারস্পরিক কিভাবে বিন্যস্ত থাকে তা বুঝায়। অণুতে কেন্দ্রীয় পরমাণুর চারিদিকে পরমাণুগুলো বিভিন্ন ত্রিমাত্রিক বিন্যাসে বিন্যস্ত থাকার জন্য অণুর আকৃতির সৃষ্টি হয়।

প্রশ্ন-৩। মৌলিক অণু কাকে বলে?
উত্তরঃ একই মৌলের দুই বা ততোধিক পরমাণু একসাথে যুক্ত হয়ে যে অণু গঠন করে তাকে মৌল বা মৌলিক অণু বলে। যেমন, নাইট্রোজেন (N) পরমাণু ও ক্লোরিন (Cl) পরমাণু একসাথে যুক্ত হয়ে নাইট্রোজেন (N2) ও ক্লোরিন (Cl2) মৌলিক অণু গঠন করে।

প্রশ্ন-৪। স্টেরিও রসায়ন কাকে বলে?
উত্তরঃ রসায়নের একটি বিশেষ শাখা যেখানে বস্তুর ধর্ম এদের ত্রিমাত্রিক গঠনের উপর আলোচিত হয় রসায়নের সে শাখাকে স্টেরিও রসায়ন বলে। স্টেরিও রসায়নের বিশেষ পঠিত বিষয় হলো স্টেরিও সমাণুতা।

প্রশ্ন-৫। বাতাসে শতকরা কত ভাগ নাইট্রোজেন বিদ্যমান?
উত্তরঃ বাতাসে শতকরা 78 ভাগ নাইট্রোজেন বিদ্যমান।

প্রশ্ন-৬। ম্যাগসল্ট বলতে কি বুঝ?
উত্তরঃ ‘ম্যাগসল্ট’ নতুন সন্ধান পাওয়া বিশেষ ধরনের লবণ। সম্প্রতি আইসল্যান্ডের একটি খনিতে ডাচ গবেষক ডাইডেবিক গ্রোবি এবং আমেরিকার হৃদরোগ গবেষক ডা. স্ট্যামলাম এ লবণের সন্ধান পান। এ লবণে থাকে সোডিয়াম, পটাসিয়াম এবং ম্যাঙ্গানিজ। উচ্চ রক্তচাপ রোগীদের জন্য এ লবণ উপকারী।

প্রশ্ন-৭। অক্সিজেনের ভরসংখ্যা ১৬ বলতে কী বুঝায়?
উত্তরঃ কোনো মৌলের পরমাণুতে প্রোটন ও নিউট্রনের সমষ্টিকে বলা হয় ভরসংখ্যা।

অর্থাৎ ভরসংখ্যা = প্রোটনের সংখ্যা + নিউট্রনের সংখ্যা।
∴ অক্সিজেনের ভর সংখ্যা ১৬ বলতে বোঝায় অক্সিজেনের একটি পরমাণুতে প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যা ১৬টি।

প্রশ্ন-৮। SMP বা ভাসমান বস্তুকণা কাকে বলে?
উত্তরঃ SMP এর পূর্ণরূপ হচ্ছে- Suspended Particle of Matter। বাতাসে ভেসে বেড়ানো সীসা, আর্সেনিক, নিকেল প্রভৃতি ধূলিকণাকে SMP বা ভাসমান বস্তুকণা বলে। এ কণাগুলো স্বাভাবিক মাত্রার চেয়ে অধিক মাত্রায় থাকলে বাতাস দূষিত হয়। বাতাসে SMP-এর স্বাভাবিক মাত্রা হলো ২০০ মাইক্রো গ্রাম/ঘনমিটার।

প্রশ্ন-৯। সিলিন্ডার রেগুলেটর কাকে বলে?
উত্তরঃ যে সকল রেগুলেটর শুধুমাত্র একক সিলিন্ডারের গ্যাস প্রেসার ও ওয়ার্কিং প্রেসার নিয়ন্ত্রণ করে, তাকে সিলিন্ডার রেগুলেটর বলে। সিলিন্ডারের রক্ষিত যে নির্দিষ্ট গ্যাসের নিয়ন্ত্রণের জন্য এটি ব্যবহৃত হয়, তার নাম অনুসারেই এদের নামকরণ করা হয়। যেমন- অক্সিজেন রেগুলেটর, অ্যাসিটিলিন রেগুলেটর, আর্গন রেগুলেটর ইত্যাদি।

প্রশ্ন-১০। বাইমোলার দ্রবণ কাকে বলে?
উত্তরঃ নির্দিষ্ট তাপমাত্রায় 1L বা 1000ml দ্রাবকে 2mole দ্রব্য দ্রবীভূত থেকে যে দ্রবণ তৈরি করে তাকে বাইমোলার দ্রবণ বলে। এক্ষেত্রে দ্রবণের ঘনমাত্রা 2M হয়।

Rate this post

By Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.