Islamic
0 min read

মুস্তাহাব কাকে বলে? কাদরের রাতের ইবাদত উত্তম কেন?

যে সকল এবাদত হযরত মুহাম্মদ (সঃ) ও তাঁর সাহাবাগণ ভালো জেনে কোন কোন সময় পালন করেছেন এবং কখনো কখনো করে নাই, তাকে মুস্তাহাব বলে। মুস্তাহাব আদায় করলে সওয়াব হয়, না করলে গুনাহ হয় না। যেমন : প্রতি আরবি মাসের প্রথম ও শেষ বৃহস্পতিবার রোজা রাখা, ঈদুল ফিতর নামাজের আগে কিছু মিষ্টি খাওয়া, ডান দিক হতে অযু আরম্ভ করা, অজুতে ঘার মাসেহ করা, রাসূল (সঃ) নাম শুনিলে চোখে চুমা খাওয়া ইত্যাদি।

কাদরের রাতের ইবাদত উত্তম কেন?

কাদরের রাত রমযান মাসের ২০ তারিখের পর যেকোনো বেজোড় রাত। এই রাত সম্পর্কে কুরআনে বলা হয়েছে ‘কাদরের রাত হাজার রাতের চেয়ে উত্তম।’ এই রাতে ইবাদত করলে হাজার রাতের ইবাদত করার চেয়ে উত্তম সওয়াব পাওয়া যাবে। তাই কাদরের রাতের ইবাদত উত্তম।

Rate this post