পার্থেনোকার্পি কাকে বলে? পার্থেনোজেনেসিস বলতে কী বোঝায়?

হরমোন প্রয়োগে বীজহীন ফল উৎপাদন প্রক্রিয়াকে পার্থেনোকার্পি বলে। যেমন কমলা লেবু, লেবু ইত্যাদি।

পার্থেনোজেনেসিস বলতে কী বোঝায়?

নিষেক ছাড়াই মাঝেমধ্যে কোনো কোনো উদ্ভিদ জননকোষ বিশেষ করে ডিম্বাণু ভ্রূণ গঠন করে নতুন উদ্ভিদের জন্ম দেয়। উদ্ভিদের স্ত্রীজননকোষ বা ডিম্বাণুর নিষেক ছাড়াই নতুন উদ্ভিদের জন্ম দেওয়াকে অপুংজনি বা পার্থেনোজেনেসিস বলে। যেমন : বোলতা, মৌমাছি, রটিফার ইত্যাদি প্রাণীদেহে এবং স্পাইরোগাইরা, মিউকর, ফার্ন প্রভৃতি উদ্ভিদদেহে এ ধরনের জনন দেখা যায়। পার্থেনোজেনেসিস দু’প্রকার। যথা- হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস এবং ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস।

 

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “পার্থেনোকার্পি কাকে বলে? পার্থেনোজেনেসিস বলতে কী বোঝায়?” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

Similar Posts