সামাজিক যোগাযোগ সাইট কাকে বলে?

নিজের ভালো লাগা, মন্দ লাগা, অনুষ্ঠানাদি, চাকরিতে প্রমোশন, সন্তানাদির বিয়ে ইত্যাদি নানা বিষয়ের তথ্য, ছবি কিংবা ভিডিও বিনিময় করা যায় ইন্টারনেটের যেসব সাইট থেকে সেগুলোকে সামাজিক যোগাযোগ সাইট (Social Communication Site) বলে। সামাজিক সম্পর্ক উন্নয়নে এবং সমাজকে এগিয়ে নিতে সামাজিক যোগাযোগ সাইটের গুরুত্ব অনেক বেশি।

কয়েকটি উল্লেখযোগ্য সামাজিক যোগাযোগ সাইটের নাম হলো–

  1. ফেসবুক (Facebook)
  2. টুইটার (Twitter)
  3. লিংকড ইন (LinkedIn)
  4. গুগল প্লাস (Google Plus) ইত্যাদি।

এ সম্পর্কিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ–

১। বর্তমানে সামাজিক যোগাযোগ বলতে কোনটি বোঝায়?
ক) ফ্যাক্সে যোগাযোগ
খ) ভার্চুয়াল যোগাযোগ
গ) সরাসরি যোগাযোগ
ঘ) মোবাইল যোগাযোগ
সঠিক উত্তর : খ) ভার্চুয়াল যোগাযোগ

২। ভার্চুয়াল যোগাযোগে কোনটি ব্যবহার করা হয়?
ক) ই-মেইল
খ) ফ্যাক্স
গ) রোবট
ঘ) প্রিন্টার
সঠিক উত্তর : ক) ই-মেইল

৩। কোনটিকে মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইট বলা হয়?
ক) টুইটার
খ) ফেসবুক
গ) ই-মেইল
ঘ) স্কাইপি
সঠিক উত্তর : ক) টুইটার

৪। কোন সদস্যদের বার্তাগুলো তাদের প্রোফাইল পাতায় দেখা যায়?
ক) ফেসবুক
খ) টুইটার
গ) ই-মেইল
ঘ) ইয়াহু
সঠিক উত্তর : খ) টুইটার

৫। ভার্চুয়াল যোগাযোগে ব্যবহৃত ওয়েবসাইট কোনটি?
ক) www.yahoo.com
খ) www.gmail.com
গ) www.twitter.com
ঘ) www.avast.com
সঠিক উত্তর : গ) www.twitter.com

৬। টুইটার সদস্যকে যারা অনুসরণ করে তাদের কী বলা হয়?
ক) বন্ধু
খ) অনুসারী
গ) টুইট
ঘ) ব্লগার
সঠিক উত্তর : খ) অনুসারী

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *