Modal Ad Example
পড়াশোনা

রিসাইকেল বিন কি? কোন ফাইল রি-সাইকেল বিন থেকে কীভাবে ফেরত আনা যায়? What is Recycle Bin?

1 min read

রিসাইকেল বিন (Recycle Bin) একটি ট্রান্সজিট মেমোরি লোকেশন। কোন ফাইল, ফোল্ডার, গ্রাফিক্স, ওয়েবপেজ ইত্যাদি Delete কমান্ড দিয়ে মুছে ফেললে তা Recycle Bin এ থেকে যায়। এখান থেকে প্রয়োজন অনুযায়ী কোন মুছে ফেলা ডেটা Restore করা যায়। কিন্তু Recycle Bin থেকে অপসারণ করা হলে ডেটাগুলো স্থায়ীভাবে মুছে যায়, তখন ফিরিয়ে আনা যায় না। এখানে মনে রাখবেন কোন ফাইল, ফোল্ডার, গ্রাফিক্স, ওয়েবপেজ ইত্যাদি Shift + Delete কমান্ড দিয়ে মুছে ফেললে তা রিসাইকেল বিনে জমা না হয়ে স্থায়ীভাবে মুছে যায়।

কোন ফাইল রি-সাইকেল বিন থেকে কীভাবে ফেরত আনা যায়?
হঠাৎ ভুলে কোনো ফাইল মুছে ফেললে তা Recycle Bin-এ গিয়ে জমা থাকে। Recycle Bin থেকে স্থায়ীভাবে Delete করে দেওয়া যায়, আবার File পুনরায় ফিরে আনা যায়।
ফাইল পুনরায় ফিরে আনার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন–

ধাপ-১ঃ WINDOWS 95/98/2000/03-এর ডেস্কটপ থেকে Recycle Bin আইকনে Double Click করতে হবে। তাহলে পূর্বে যেসব File মুছে ফেলা হয়েছে তা Recycle Bin ডায়ালগ বক্সে দেখা যাবে।
ধাপ-২ঃ যে মুছে যাওয়া ফাইলটি Recycle Bin থেকে ফিরে আনতে চান সেটি সিলেক্ট করুন।
ধাপ-৩ঃ এখন File মেনুতে Click করুন। একটি কমান্ড লিস্ট দেখতে পাবেন।
ধাপ-৪ঃ এখান থেকে Restore কমান্ডে Click করুন, তাহলে আপনার ডিলিট হওয়া ফাইলটি পুনরায় যেখানে ছিল সেখানে ফিরে আসবে।

4.3/5 - (3 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x