পিপীলিকাকি? What is Pipilika?
পিপীলিকা হলো একটি বাংলা সার্চ ইঞ্জিন। এটির এড্রেস হলো www.pipilika.com। বাংলাদেশের তথ্য প্রযুক্তিবিদগণ অক্লান্ত পরিশ্রম করে এ সার্চ ইঞ্জিনটি তৈরি করেছেন। এটি আমাদের মাতৃভাষাকে সমৃদ্ধ করেছে। পৃথিবীর অনেক দেশেই তাদের নিজস্ব ভাষায় সার্চ ইঞ্জিন রয়েছে। সাধারণত মাতৃভাষার মাধ্যমে যেকোনো তথ্য সহজে বোধগম্য হয়। সেই কারণে এ দেশের তথ্য প্রযুক্তিবিদগণ পিপীলিকা সার্চ ইঞ্জিনটি তৈরি করেছেন। এটি দেশের শিক্ষার্থীদের বাংলা ভাষার মাধ্যমে তাদের মেধাকে আরো সমৃদ্ধ করবে। শিক্ষার্থীদের শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে পিপীলিকা তাদের সাহায্য করেছে।