অতিবৃহৎ কম্পিউটার ও স্ট্যান্ড-এ্যালোন কম্পিউটার বলতে কি বুঝায়?

অতিবৃহৎ কম্পিউটার
অতিবৃহৎ কম্পিউটার বলতে সুপার কম্পিউটারকে বোঝায়। এ যাবৎ কাল পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে শক্তিশালী ও অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন কম্পিউটার হচ্ছে সুপার কম্পিউটার। এ কম্পিউটারে বিশাল উপাত্ত সংরক্ষণের ক্ষমতাবিশিষ্ট মেমোরি এবং ব্যাপক প্রক্রিয়াকরণের ক্ষমতা থাকে। অনেক যন্ত্রাংশের সমাবেশ এবং উন্নত প্রযুক্তির প্রয়োগ ঘটার ফলে এর মূল্যও বেশি। যে সকল ক্ষেত্রে খুব জটিল ও সুক্ষ গাণিতিক হিসাব প্রয়োজন হয় সেসব ক্ষেত্রে সুপার কম্পিউটার ব্যবহৃত হয়। বৈজ্ঞানিক গবেষণা, প্রশাসনিক কাজ-কর্ম এবং বৃহৎ প্রতিষ্ঠানে সুপার কম্পিউটার ব্যবহৃত হয়। উদাহরণ CRAY-1, CYBER 205 ইত্যাদি।

স্ট্যান্ড-এ্যালোন কম্পিউটার
স্ট্যান্ড-এ্যালোন বা একক কম্পিউটার বলতে নেটওয়ার্কভুক্ত নয় এমন কোন কম্পিউটারকে বলা হয় স্ট্যান্ড-এ্যালোন কম্পিউটার। স্ট্যান্ড এ্যালোন কম্পিউটারকে প্রসেসকৃত ডাটা, গ্রাফিক্স বা ডকুমেন্টকে অন্যের সাথে শেয়ার করতে হলে তা প্রিন্টারে প্রিন্ট করতে হবে বা ফ্লপি ডিস্কে কপি করে নিতে হবে। নেটওয়ার্কিং-এর ক্ষেত্রে এসব তথ্য বা ডকুমেন্ট শেয়ারিং-এর কাজগুলো কম্পিউটার নিজ থেকে করে। নেটওয়ার্ক ব্যবহারকারী বা ইউজারকে নিজ দায়িত্বে এই তথ্যগুলোকে মুভ করতে হয় না।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *