যেসব হাইড্রোকার্বনের যৌগে কার্বন পরমাণুগুলো পরস্পর একক বন্ধনে আবদ্ধ হয় এবং কার্বনের অবশিষ্ট বন্ধনগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকে সে সমস্ত হাইড্রোকার্বনকে অ্যালকেন (Alkane) বলে। যেমন– মিথেন (CH
4), ইথেন (C
2H
6) ইত্যাদি।
অ্যালকেনের সাধারণ সংকেত হল CnH2n+2।
অ্যালকেনের ব্যবহার
অ্যালকেনের ব্যবহার নিম্নরূপ–
- ইঞ্জিনের জ্বালানি হিসেবে;
- বিদ্যুৎ উৎপাদনে;
- পিচ্ছিলকারক তেল হিসেবে;
- রাসায়নিক শিল্পে অন্যান্য রাসায়নিক দ্রব্য প্রস্তুতিতে;
- মোম (wax) ও রাস্তা পাকা করার জন্যও ব্যবহৃত হয়।