জনপ্রিয় কয়েকটি এন্টিভাইরাস প্রোগ্রামের নাম লিখ।
ভাইরাস প্রতিরোধের জন্য চাই শক্তিশালী এন্টিভাইরাস প্রোগ্রাম। প্রতিদিন সারা বিশ্বের বিভিন্ন স্থান থেকে অসংখ্য নতুন নতুন ভাইরাস সৃষ্টি হচ্ছে। এসব ভাইরাসের উপর গবেষণা করে এর প্রতিষেধক অর্থাৎ এন্টিভাইরাসও তৈরি হচ্ছে। বর্তমান বিশ্বে জনপ্রিয় কয়েকটি এন্টিভাইরাস হলো-
১. এভিজি (AVG)
২. অ্যাভাস্ট (AVAST)
৩. অ্যাভিরা (Avira)
৪. ক্যাসপারেস্কি (Kaspersky)
৫. ম্যাকএফির ভাইরাস স্ক্যান (McAff’s Virus Scan)
৬. নর্টন এন্টিভাইরাস (Norton Anti Virus – NAV)
৭. আইবিএম এন্টিভাইরাস (IBM AntiVirus)
৮. পিসি সিলিন (PC Cillin)
৯. ইসেট নড৩২ (Eset NOD32)
১০. বিটডিফেন্ডার (Bitdefender)
১১. কোবরা (Cobra)
১২. কমডো এন্টিভাইরাস (Comodo AntiVirus)
১৩. পিসি টুলস এন্টিভাইরাস (PC Tools AntiVirus)
১৪. জোনএলার্ম এন্টিভাইরাস (ZoneAlarm AntiVirus)
১৫. পান্ডা এন্টিভাইরাস (Panda AntiVirus)
এছাড়াও আরও অনেক এন্টিভাইরাস প্রোগ্রাম পাওয়া যায়। কোনো এন্টি ভাইরাস ব্যবহার করলেই হবে না; এর সর্বশেষ ভার্সন ও আপডেট ব্যবহার করতে হবে। এন্টিভাইরাস বাণিজ্যিকভাবে বাজারে কিনতে পাওয়া যায়। বৈধভাবে ক্রয় করলে এর আপডেট অংশ বিনামুল্যে ইন্টারনেট থেকে পাওয়া যায়। কিছু কিছু এন্টিভাইরাসের ফ্রি ভার্সন ইন্টারনেটে পাওয়া যায়। সেগুলো ব্যবহার করা যেতে পারে। সেগুলোর আপডেট ইন্টারনেটেই পাওয়া যায়।