মাউস ডিটেক্ট করে না কিংবা মাউস কাজ করে না- এ ব্যাপারে করণীয় কী?

মাউস ডিটেক্ট করে না কিংবা মাউস কাজ করে না – এ সমস্যা থেকে সমাধান পেতে যা যা করতে হবে তা নিচে তুলে ধরা হলো:

  • কম্পিউটারের সাথে মাউসের ক্যাবল সংযোগ ঠিক আছে কিনা দেখতে হবে এবং ভালোভাবে লাগিয়ে পুনরায় পরীক্ষা করতে হবে।
  • পোর্ট পরিবর্তন করে দেখতে হবে।
  • অন্য একটি ভালো মাউস পোর্টে লাগিয়ে দেখতে হবে।
  • বায়োসে প্রবেশ করে দেখতে হবে মাউস ডিজ্যাবল করা আছে কিনা? যদি থাকে এনাবল করে দিয়ে সেভ করে বায়োস থেকে বের হয়ে আসতে হবে।
  • এরপরও যদি সমস্যা সমাধান না হয় তাহলে ভালো একটি মাউস লাগিয়ে নিন। তাহলে সমস্যা সমাধান হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *