কম্পিউটার ভাইরাস কী? কম্পিউটার ভাইরাসের লক্ষণ ও পরিত্রাণের উপায় কি?
কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার বা ম্যালওয়্যার যা নিজে নিজে কপি হতে পারে এবং এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সংক্রমিত হতে পারে।
কম্পিউটার ভাইরাস আক্রান্ত হওয়ার লক্ষণগুলো হলো–
১. কম্পিউটারের গতি কমে যাওয়া।
২. কম্পিউটার হ্যাং হয়ে যাওয়া।
৩. কম্পিউটার ঘন ঘন রিবুট হওয়া।
৪. অ্যাপ্লিকেশন প্রোগ্রাম সঠিকভাবে কাজ না করা।
৫. কম্পিউটারের মনিটরে অযৌক্তক বার্তা প্রদর্শন করা ইত্যাদি।
কম্পিউটার ভাইরাস থেকে কম্পিউটারকে নিম্নোক্ত উপায়ে রক্ষা করা যায়ঃ
১. সব সময় এন্টিভাইরাস চালু রাখা।
২. প্রতিনিয়ত এন্টিভাইরাসকে আপডেট করা।
৩. পেন ড্রাইভ বা যেকোনো রিমোভেবল ডিস্ক সব সময় এন্টিভাইরাস দিয়ে স্ক্যান করার পরে ওপেন করা।