Windows ও DOS এর মধ্যে পার্থক্য কি?
Windows হচ্ছে চিত্রভিত্তিক জনপ্রিয় অপারেটিং সিস্টেম। কিন্তু DOS হচ্ছে বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম। অর্থাৎ ডসের বিভিন্ন কমান্ড দিতে হয় কী-বোর্ড হতে বিভিন্ন কী (Key) টাইপ করে। অন্যদিকে, উইন্ডোজ অপারেটিং সিস্টেম হচ্ছে গ্রাফিকাল চিত্রভিত্তিক। এতে ডসের মতো কমান্ড মুখস্থ করে টাইপ করতে হয় না। মাউসের মাধ্যমে বিভিন্ন অ্যাপ্লিকেশনের প্রতীক-এ ক্লিক করে বিভিন্ন মেনু হতে অপশনে ক্লিক করে সহজেই কাজ করা যায়।
উইন্ডোজ ও ডস এর মধ্যে পার্থক্য নিচে তুলে ধরা হলো–
Windows
১. Windows হলো চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম।
২. Windows এ কমান্ড মুখস্থ করার প্রয়োজন নেই।
৩. আইকন ও মেনু চালিত।
৪. ইন্টারেক্টেড এবং অধিক ইউজার ফ্রেন্ডলি।
DOS
১. DOS হলো বর্ণনাভিত্তিক অপারেটিং সিস্টেম।
২. বিভিন্ন কমান্ড মুখস্থ করতে হয়।
৩. কীবোর্ড দিয়ে কমান্ড লিখে লিখে কাজ করতে হয়।
৪. একক ইউজার এবং একক প্রসেসর সমর্থন করে।