পড়াশোনা

ছেদ সেট ও নিশ্ছেদ সেট কাকে বলে?

1 min read

ছেদ সেট কাকে বলে?

দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলে। একে ∩ দ্বারা প্রকাশ করা হয়। A ও B দুইটি সেট হলে সেট দুইটির ছেদ সেট A ∩ B। সেট গঠন পদ্ধতিতে, A ∩ B = {x : x ∈ A এবং x ∈ B}।
নিশ্ছেদ সেট কাকে বলে?
দুইটি সেটে যদি কোন সাধারণ উপাদান না থাকে, তবে ঐ সেটদ্বয়কে পরস্পর নিশ্ছেদ সেট বলে। উদাহরণ: A = {1, 3, 5, 7}; B = {2, 4, 6} ∴ A ∩ B = { } = ∅ এখানে, A ও B সেটের কোনো সাধারণ সদস্য নেই। অর্থাৎ, দুইটি সেটের ছেদ সেট ফাঁকা সেট হলে সেটদ্বয় পরস্পর নিশ্ছেদ সেট।
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “ছেদ সেট ও নিশ্ছেদ সেট কাকে বলে?” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।
4.7/5 - (40 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x