কুনোব্যাঙকে উভচর প্রাণী বলা হয় কেন?
কুনোব্যাঙ জীবনের প্রথম অবস্থায় অর্থাৎ ব্যাঙাচি থাকা অবস্থায় পানিতে বাস করে এবং মাছের মতো বিশেষ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। আবার পরিণত বয়সে এরা ডাঙায় বাস করে এবং ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। এই বৈশিষ্ট্যাবলি উভচর প্রাণীর সাথে মিল রয়েছে। তাই কুনোব্যাঙকে উভচর প্রাণী বলা হয়।