DNA এর পূর্ণরূপ কি? ডিএনএ (DNA) এর গঠন

DNA এর পূর্ণ রূপ হচ্ছে Deoxyribo Nucleic Acid। নিচে এর গঠন বর্ণনা করা হলাে—
ক্রেমােজোমের প্রধান উপাদান হলাে DNA। এটি দ্বিসূত্রক। দুটি পলিনিউক্লিওটাইড সুত্র পরস্পরের সাথে লােহার সিঁড়ির মতাে ডান দিকে প্যাঁচানাে থেকে একটি ডাবল হেলিক্স গঠন করে।

এ সিঁড়ির হাতল তৈরি হয় পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা, নাইট্রোজেন ঘটিত বেস ও অজৈব ফসফেট দিয়ে। DNA এর নাইট্রোজেন বেসগুলাে হলাে অ্যাডিনিন, গুয়ানিন, থায়ামিন ও সাইটোসিন। একটি সূত্রের অ্যাডিনিন অন্য সূত্রের থায়ামিনের সাথে দুটি হাইড্রোজেন বন্ড (A = T) দ্বারা যুক্ত থাকে।

আবার একটি সূত্রের গুয়ানিন অন্য সূত্রের সাইটোসিনের সাথে তিনটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। হেলিক্সের প্রতিটি পূর্ণ ঘূর্ণন ৩৪A দৈর্ঘ্য বিশিষ্ট। একটি পূর্ণ ঘূর্ণনের মধ্যে ১০টি নিউক্লিওটাইড থাকে। পার্শ্ববর্তী দুটি নিউক্লিওটাইডের দূরত্ব ৩.৪A। DNA এর দুটি নিইক্লওটাইড সূত্র বিপরীতভাবে অবস্থান করে। এই DNA বংশগতির প্রধান উপাদান এবং সকল চারিত্রিক বৈশিষ্ট্যের ধারক ও বাহক।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *