দ্বিপদ নামকরণের নিয়মাবলি লেখো।
সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস সর্বপ্রথম নামকরণের একটি প্রথা প্রবর্তন করেন। এটি হলো দ্বিপদ নামকরণ। এ প্রথার নিয়মাবলী হলো- প্রত্যেক জীবের বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে যার প্রথমটি হবে গণ এবং পরেরটি হবে প্রজাতি। গণ নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালার বড় অক্ষরে এবং প্রজাতি নামের আদ্যক্ষর ছোট অক্ষরে লিখতে হবে। গণ ও প্রজাতির ভাষা হবে ল্যাটিন বা রূপান্তরিত ল্যাটিন। বৈজ্ঞানিক নামটি ইটালিক অক্ষরে অর্থাৎ বাঁকা করে লিখতে হবে।