প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীর দেহে রেচন কার্য সম্পন্ন করার জন্য যে বিশেষ ধরনের কোষ থাকে তাকে শিখা কোষ বলে। এই সকল শিখা কোষ দ্বারাই প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের রেচন তন্ত্র গঠিত হয়। নাইট্রোজেন ঘঠিত বর্জ্য নিষ্কাশনই এদের কাজ।
কবুতর Aves শ্রেণির অন্তর্ভুক্ত কেন?
কবুতরের বৈশিষ্ট্যগুলো Aves শ্রেণির বৈশিষ্ট্যের সঙ্গে মিলে যায় বলেই কবুতর Aves শ্রেণির অন্তর্ভুক্ত। নিচে Aves শ্রেণির বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হলো-
দেহ পালক দ্বারা আবৃত থাকে। অগ্রপদ দুটি ডানায় রূপান্তরিত। ওষ্ঠ দুটির অগ্রভাগ চঞ্চুতে পরিণত হয়। এদের দেহাভ্যন্তরে ফুসফুসে বায়ুথলি যুক্ত থাকে। এরা উষ্ণ রক্ত বিশিষ্ট।
Aves শ্রেণির উক্ত বৈশিষ্ট্যগুলোর সঙ্গে কবুতরের বৈশিষ্ট্যগুলোর মিল রয়েছে। এ কারণেই কবুতর Aves শ্রেণির অন্তর্ভুক্ত।