Modal Ad Example
পড়াশোনা

অছি পরিষদ কি? (What is Trusteeship Council?)

1 min read

যে জনপদের পৃথক সত্তা আছে কিন্তু স্বাধীনতা ও সার্বভৌমত্ব নেই এবং রাষ্ট্রের তত্ত্বাবধানে পরিচালিত হয় তাকে অছি এলাকা বলে। এসব এলাকার উন্নয়ন ও তত্ত্বাবধান করে জাতিসংঘের যে শাখা তাই হলো অছি পরিষদ।

পৌরনীতি (Civics) বিষয়ের আরও প্রশ্ন ও উত্তর

১। কমনওয়েলথ কী?
উত্তর : সাবেক ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা প্রাপ্ত দেশসমূহের সংগঠন হলো কমনওয়েলথ।

২। জাতিসংঘের কোন শাখা শাসনবিভাগ স্বরূপ?
উত্তর : জাতিসংঘের নিরাপত্তা পরিষদ শাসন বিভাগ স্বরূপ।

৩। ওআইসির সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : ওআইসির সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।

৪। সার্কের গঠন ব্যাখ্যা কারো।
উত্তর : ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর তারিখে ঢাকায় সার্কের প্রথম সম্মেলন অনুষ্ঠানের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়। বর্তমানে এর সদস্য রাষ্ট্রের সংখ্যা আটটি। রাষ্ট্রগুলো হলো— বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। সার্কের প্রাতিষ্ঠানিক কাঠামোতে পাঁচটি স্তর আছে। সার্ক সচিবালয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। এর প্রধানকে বলা হয় সেক্রেটারি জেনারেল।

৫। OIC এর পূর্ণরূপ কী?
উত্তর : OIC-এর পূর্ণরূপ হলো Organization of Islamic Co-operation.

 

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “অছি পরিষদ কি?” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

4.8/5 - (41 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x