মানবদেহে সংক্রমণ এড়ানোর প্রধান উপায় হচ্ছে দেহের ভেতরে জীবাণুর প্রবেশে বাধা দেওয়া। চামড়া, ক্ষত, নাক, মুখ বা অন্য যেকোনো উপায়ে জীবাণু দেহে প্রবিষ্ট হলে শুরু হয় আক্রান্ত জীবাণুর সংক্রমণ থেকে দেহকে বাঁচানোর প্রাণান্তকর প্রয়াস।
আমরা এমন পরিবেশে বাস করি যা অগণিত জীবাণুতে পরিপূর্ণ। বায়ু, পানি, মাটি এমন কিছু নেই যেখানে জীবাণু অনুপস্থিত। আমাদের অজান্তেই কত জীবাণু দেহে প্রবেশ করে। কিন্তু আমাদের অজান্তেই অধিকাংশ জীবাণু ধ্বংস হয়ে যায়। দেহের ভেতরে ও বাইরে রোগ জীবাণু ধ্বংসের এক জটিল ব্যবস্থাপনা রয়েছে যা ইমিউনতন্ত্র নামে পরিচিত। ইমিউনতন্ত্র সচল রাখাকে ইমিউনিটি (Immunity) বলে।
ইমিউনিটি দুর্বল হলে ভ্যাক্সিন বা টিকা দিয়ে সবল করে তোলা হয়