ইন্টারফেজ কাকে বলে?
মাইটোসিস কোষ বিভাজন একটি ধারাবাহিক প্রক্রিয়া। এই বিভাজনে প্রথম ক্যারিওকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। বিভাজন শুরুর আগে কোষের নিউক্লিয়াসে কিছু প্রস্তুতিমূলক কাজ হয়। এ পর্যায়ই হলো ইন্টারফেজ।
মাইটোসিস কোষ বিভাজনে ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস শুরু হওয়ার পূর্বে কোষিটির নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। কোষটির এ অবস্থাকে ইন্টারফেজ বলে।
ইন্টারফেজ এর গুরুত্ব
- ইন্টারফেজ, কোষ বিভাজনের মধ্যবর্তী সময়কালে, এমন সময়ে হয় যখন কোষটি বিভিন্ন বিপাকীয় ক্রিয়াকলাপে বৃদ্ধি পায় এবং ব্যস্ত থাকে। কোনও কোষ বিভক্ত হওয়া উচিত কিনা তা ইন্টারফেজ সিদ্ধান্ত নেয়।
- ইন্টারফেজ এর পদক্ষেপগুলিতে DNA প্রতিরূপের জন্য গুরুত্বপূর্ণ এনজাইম এবং প্রোটিন সংশ্লেষিত করা হয়।