পড়াশোনা

টেসলা কাকে বলে? কোনো চৌম্বকক্ষেত্রের মান 5T বলতে কি বুঝায়?

1 min read

টেসলা কাকে বলে?

যে চৌম্বকক্ষেত্রে 1 কুলম্ব আধান ক্ষেত্রের দিকের সাথে সমকোণে 1 ms–1 বেগে গতিশীল হলে 1N বল লাভ করে সেই চৌম্বকক্ষেত্রের মানকে 1 টেসলা বলে।

কোনো চৌম্বকক্ষেত্রের মান 5T বলতে কি বুঝায়?

কোনো চৌম্বকক্ষেত্রের মান 5T বলতে বুঝায়:

i. উক্ত চৌম্বকক্ষেত্রের সাথে লম্ব বরাবর স্থাপিত কোনো তলের প্রতি 1m2 ক্ষেত্রফলের মধ্য দিয়ে 5Wb চৌম্বক ফ্লাক্স অতিক্রান্ত হবে।

ii. উক্ত চৌম্বকক্ষেত্রের অভিমুখের সাথে সমকোণে 1C চার্জ 1ms-1 বেগে গতিশীল হলে তা 5N বল অনুভব করবে।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x