মহাজাগতিক রশ্মি কি?
মহাশূন্য থেকে উচ্চ ভেদনক্ষমতাসম্পন্ন এক প্রকার রশ্মি ভূপৃষ্ঠে এসে পড়ে। এ রশ্মিকে মহাজাগতিক রশ্মি বলে। কার্বন, লোহা, অক্সিজেন, নাইট্রোজেন প্রভৃতি মৌলের ভারী কণা দিয়ে এই রশ্মি তৈরি। এগুলোর অবস্থান পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে। এটি প্রচণ্ড তেজসম্পন্ন এবং প্রায় সকল বস্তুর মধ্য দিয়ে গমন করতে পারে। বিভিন্ন ধরনের মহাজাগতিক রশ্মি মিলে ছায়াপথের সৃষ্টি হয়। বহির্বিশ্ব থেকে আলোর বেগে মহাজাগতিক রশ্মি পৃথিবীতে ছুটে আসে। চলার পথে বহুবার অন্যান্য পরমাণুর সাথে সংঘর্ষ হয় বলে খুব অল্প পরিমাণ পৃথিবীতে পৌঁছে।