যে সমস্ত গ্যাসীয় মৌলে একটি মাত্র পরমাণু থাকে তাদেরকে এক পরমাণুক গ্যাস বলে। যেমন : নিস্ক্রিয় গ্যাসগুলো এক পরমাণুক গ্যাস। এদের সংকেত He, Ne, Ar, Kr, Xe, Rn।
রসায়ন (Chemistry) বিষয়ের আরও প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১। দ্রাব্যতা গুণফল কি?
উত্তরঃ নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বপ্ল দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে তার উপাদান আয়তনসমূহের ঘনমাত্রার সর্বোচ্চ গুণফলই হলো লবণটির দ্রাব্যতা গুণফল।
প্রশ্ন-২। রাসায়নিক যৌগ কি?
উত্তরঃ রাসায়নিক যৌগ হল এক প্রকারের পদার্থ যা দুই বা ততোধিক ভিন্ন মৌলিক উপাদানের সমন্বয়ে গঠিত হয়। মৌলিক উপাদানসমূহ নির্দিষ্ট ভরের অনুপাতে যুক্ত হয়ে রাসায়নিক যৌগ গঠন করে এবং যৌগ ভাঙ্গলে এর মৌলিক উপাদানসমূহ পাওয়া যায়।
প্রশ্ন-৩। নাইট্রোজেন চক্র কাকে বলে?
উত্তরঃ নাইট্রোজেন বায়ু হতে মাটিতে, মাটি হতে উদ্ভিদে, উদ্ভিদ হতে প্রাণিদেহে এবং প্রাণি হতে পুনরায় মাটিতে ফিরে আসে, আবার মাটি হতে বায়ুমণ্ডলে চলে যায়। নাইট্রোজেনের এ ধরনের চক্রাকারে আবর্তনকে নাইট্রোজেন চক্র বলে।
প্রশ্ন-৪। আণবিক সংকেত কাকে বলে?
উত্তরঃ যে সংকেতের সাহায্যে মৌলিক বা যৌগিক পদার্থের অণুতে প্রত্যেক পরমাণুর প্রকৃত সংখ্যা প্রকাশ পায় তাকে আণবিক সংকেত বলে।
প্রশ্ন-৫। ইলেকট্রনাকর্ষী বিকারক কাকে বলে?
উত্তরঃ বিক্রিয়াকালে যেসব বিকারকের ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের প্রতি প্রবল আকর্ষণ থাকে এবং বিক্রিয়াকালে ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে ইলেকট্রনাকর্ষী বিকারক বলে।
প্রশ্ন-৬। অ্যানালার পদার্থ শতকরা কত ভাগ বিশুদ্ধ?
উত্তরঃ অ্যানালার পদার্থ শতকরা 99% বিশুদ্ধ।
প্রশ্ন-৭। খনিজ জ্বালানি কি?
উত্তরঃ খনিজ জ্বালানি বা fossil fuels হলো প্রাকৃতিক গ্যাস, কয়লা, পেট্রোলিয়াম ইত্যাদি।
প্রশ্ন-৮। কম্পোজিট কণিকা কাকে বলে?
উত্তরঃ অতি পারমাণবিক কণিকা যা দুই বা ততোধিক মৌলিক কণিকা যেমন প্রোটন ও নিউট্রন দ্বারা যুক্ত হয়, তাকে কম্পোজিট কণিকা বলে।
প্রশ্ন-৯। সুপার অক্সাইড কাকে বলে?
উত্তরঃ যেসব অক্সাইডে পার অক্সাইড ও পলি অক্সাইডের চেয়ে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে তাদের সুপার অক্সাইড বলে। গ্রুপ-1 এর অতি সক্রিয় ধাতু সুপার অক্সাইড গঠন করে। যেমনঃ পটাশিয়াম সুপার অক্সাইড (KO₂); সোডিয়াম সুপার অক্সাইড (NaO₂) ইত্যাদি।
প্রশ্ন-১০। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?
উত্তরঃ যেসব কঠিন রাসায়নিক পদার্থ বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, বায়ুর সংস্পর্শে অপরিবর্তিত থাকে এবং রাসায়নিক নিক্তিতে ভর মেপে প্রমাণ দ্রবণ প্রস্তুত করা যায় তাকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে।