General Knowledge

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২

1 min read

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২
1. উদীয়মান অর্থনীতির দেশের তালিকায় বাংলাদেশ – ৯ম।
2. ২০৩০ সালে বাংলাদেশ বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে হবে – ২৪ তম।
3. পাসপোর্ট ইনডেক্স ২০২২ সালের তালিকার শীর্ষস্থানে যৌথভাবে আছে জাপান ও সিঙ্গাপুর।বাংলাদেশ ১০৩ তম।
4. মুক্তিযুদ্ধা ভিত্তিক উপন্যাস “রাজাকার” এর লেখক শাবলু শাহাবউদ্দিন ।
5. বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত চলচ্চিত্রের নাম – স্ফুলিঙ্গ।

6. Global Firepower Index-2022 বাংলাদেশ ৪৬তম। ১ম যুক্তরাষ্ট্র; সবশেষে ভুটান।
7. প্রথমবার মানুষের সাহায্য ছাড়া সফল অস্ত্রোপচার করেছে মার্কিন রোবট “STAR” (The Smart Tissue Autonomous Robot)
8. রিবা আন্তর্জাতিক পুরস্কারে ‘বিশ্বের সেরা নতুন ভবন’ হিসেবে স্বীকৃতি পেয়েছে সাতক্ষীরার শ্যামনগরের ফ্রেন্ডশিপ হাসপাতাল।
9. বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে ২০২৭ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে।
10. বঙ্গবন্ধ-২ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে ২০২৩ সালে।

11. বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে আসবে ২০২৬ সালে।
12. বাংলাদেশ এলসিডিতে তালিকাভুক্ত হয় ১৯৭৫ সালে।
13. বর্তমানে বাংলাদেশসহ এলডিসি থেকে উত্তরণের পথেই রয়েছে ৪টি দেশ।
14. মুজিববর্ষের স্মরনিকার নামঃ ‘ন্যায়কণ্ঠ’।
15. FAO এর ৩৬ তম সম্মেলন ২০২২ সালে অনুষ্ঠিত হবেঃ ঢাকা, বাংলাদেশ।

16. সেন্ট মার্টিন ও এর আশেপাশের ১,৭৪৩ বর্গ কিমি এলাকাকে ‘Marine Protected Area’ (MPA) ঘোষণা করা হয়েছে। ঘোষণাকাল : ৪ জানুয়ারি, ২০২২।
17. জাতীয় ফুটবল দলের বর্তমান প্রধান কোচ : হাভিয়ের কাবরেরা (স্পেন)।
18. ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল ফুটবলের নাম ‘রিহলা’।
19.২০২২ সালের পোডাক্ট অফ দ্য ইয়ার বা বর্ষপণ্য ‘আইসিটি পণ্য ও সেবা’। ২০২১ সালে বর্ষপণ্য ছিলো ‘চামড়া ও চামড়াজাত দ্রব্য’।
20. আইসিসি বর্ষসেরা ক্রিকেটার-২০২১ – শাহিন শাহ আফ্রিদি।

21. ইন্দোনেশিয়ার নতুন রাজধানী ‘নুসান্তারা’ (অবস্থান – বোর্নিও দ্বীপে)
22. ১০৭ দেশের সমর্থনে জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা রেজ্যুলেশন গৃহীত হয়েছে ১৭ই নভেম্বর, ২০২১
23. বাংলাদেশে করোনার প্রথম ট্যাবলেট ‘মলনুপিরাভির’ বাজারজাত করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস (৯ নভেম্বর)। নাম – ‘এমোরিভির ২০০
24. ১ম বার ‘Indian Ocean Rim Association’ (IORA) এর চেয়ারম্যান হয়েছে বাংলাদেশ।
25. ১২ ডিসেম্বর ২০২১ সালে পরীক্ষামূলকভাবে ফাইভ-জি চালু হয়েছে বাংলাদেশে। ফাইভ-জি চালু

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x