এন্টিসেপটিক কাকে বলে? পলিস্টাইরিনের ব্যবহার লিখ।
যে সব রাসায়নিক পদার্থ ত্বকের জীবাণুদের ধ্বংস করে বা সেগুলির বৃদ্ধি ব্যাহত করে, যাতে রোগসৃষ্টিকারী জীবাণুর কারণে সৃষ্ট রোগ সংক্রমণ এবং পচন নিবারণ বা প্রতিরোধ করা যায় তাদের এন্টিসেপটিক বলে। এন্টিসেপটিক দেহের টিস্যুর কোনো ক্ষতি করে না। এ জন্য শরীরের বাইরের কাটা, ক্ষত বা ঘা এর জায়গায় ক্রিম হিসেবে লাগানো হয়। যেমন- ফুরাসিন, সোক্রামাইসিন।
পলিস্টাইরিনের ব্যবহার লিখ।
পলিস্টাইরিনের ব্যবহার হলোঃ
১. তারের অন্তরক হিসেবে ও মালপত্র প্যাকেজিংয়ে ব্যবহার করা হয়।
২. শীতলীকারক যন্ত্রের অংশ, ফোম ও প্লাস্টিক ফেব্রিকেশনে পলিস্টাইরিন ব্যবহৃত হয়ে থাকে।
৩. খাদ্য বহনযোগ্য পাত্র, কসমেটিকসের বোতল, সিলিং টাইলস তৈরিতে ব্যবহার করা হয়।
৪. কৃত্রিম রাবার ও শিশুদের খেলার জিনিস উৎপাদনে ব্যবহার করা হয়।