Modal Ad Example
পড়াশোনা

জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (পর্ব-২)

1 min read

১. এখন পর্যন্ত কত সংখ্যক প্রজাতির বর্ণনা পাওয়া যায়?
ক. ১০ লক্ষ   খ. ১২ লক্ষ   গ. ১৫ লক্ষ   ঘ. ১৮ লক্ষ

২. কমেনসেলিজম এর মাধ্যমে প্রাণীরা–
i. সহযোগীদের মধ্যে একজন উপকৃত হয়
ii. সহযোগী সদস্য উপকৃত না হলেও ক্ষতিগ্রস্ত হয় না
iii. সহযোগীদের উভয়ই উপকৃত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

৩. DNA কাটার জন্য কোন এনজাইম ব্যবহার করা হয়?
ক. লাইপেজ  খ. লাইগেজ  গ. লেকটেজ  ঘ. রেস্ট্রিকশন

৪. পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার ক্ষেত্রে কার ভূমিকা অপরিসীম?
ক. ক্যালসিয়াম   খ. ম্যাগনেসিয়াম   গ. পটাসিয়া   ঘ. ফসফরাস

৫. ‘ডাইব্যাক’ রোগের সৃষ্টি হয় কিসের অভাবে?
ক. লৌহ   খ. সালফার   গ. ফসফরাস   ঘ. বোরন

৬. ক্যারোলাস লিনিয়াস কিসের অধ্যাপক ছিলেন?
ক. ফার্মেসী
খ. জিনপ্রযুক্তি
গ. এনাটমী
ঘ. মেডিসিন

৭. আমিষ সংশ্লেষণের স্থান নির্ধারণ করা কার কাজ?
ক. লাইসোজোম
খ. রাইবোজোম
গ. সেন্ট্রোজোম
ঘ. গলজি বস্তু

৮. কোলেনকাইমা কোষে–
i. কোষপ্রান্ত গোলাকার
ii. আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে
iii. পত্রবৃন্তে দেখা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

৯. মেরুদণ্ডী প্রাণীদের অন্ত্রে কোন ধরনের আবরণী টিস্যু দেখতে পাওয়া যায়?
ক. সিলিয়াযুক্ত
খ. ফ্লাজেলাযুক্ত
গ. ক্ষণপদযুক্ত
ঘ. স্তরীভূত

১০. মাইটোসিসের কোন ধাপে ক্রোমোজম সর্বাধিক মোটা ও খাটো হয়?
ক. প্রোমেটাফেজ
খ. মেটাফেজ
গ. এনাফেজ
ঘ. টেলোফেজ

১১. অনুচক্রিকার আকৃতি কিরূপ?
ক. দ্বি-উত্তল
খ. দ্বি-অবতল
গ. অনিয়মিত
ঘ. বর্তুলাকার

১২. ফ্লোরিজেন কোথায় উৎপন্ন হয়?
ক. কচিকাণ্ডে
খ. পাতায়
গ. ফুলে
ঘ. বৃতিতে

১৩. জিবেরেলিন এর প্রভাবে-
i. কাণ্ডের অতিবৃদ্ধি ঘটে
ii. বীজের সুপ্তাবস্থা দৈর্ঘ্য কমায়
iii. ফুল ফোটাতে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

১৪. বড় দিনের উদ্ভিদ কোনটি?
ক. শসা
খ. সূর্যমুখী
গ. ঝিঙা
ঘ. পুঁই

১৫. DNA হেলিক্সের পূর্ণ ঘূর্ণন কত?
ক. ২০ A°
খ. ২৪ A°
গ. ৩৪ A°
ঘ. ৫০ A°

১৬. সুষুম্না কাণ্ড থেকে কয়টি স্নায়ু নির্গত হয়?
ক. ১২
খ. ২৪
গ. ৩১
ঘ. ৬২

১৭. কচু কী পরাগী ফুল?
ক. পতঙ্গ
খ. বায়ু
গ. প্রাণী
ঘ. পানি

১৮. নিচের কোনটি অপ্রকৃত ফল?
ক. কাঁঠাল
খ. আনারস
গ. কলা
ঘ. আপেল

১৯. নিচের কোন উদ্ভিদের জাইগোটে মিয়োসিস বিভাজন হয়?
ক. ধান
খ. পেয়ারা
গ. ফার্ন
ঘ. গোলাপ

২০. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান কোনটি?
ক. প্যারেনকাইমা
খ. স্পঞ্জি
গ. কোলেনকাইমা
ঘ. মেসোফিল টিস্যু

২১. ক্লোরোফিলের প্রধান উপকরণ হচ্ছে–
i. কার্বন
ii. নাইট্রোজেন
iii. ম্যাগনেসিয়াম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

২২. বয়স বাড়ার সাথে সাথে ক্লোরোপ্লাস্টের সংখ্যা কিরূপ হয়?
ক. বাড়ে
খ. কমে
গ. অপরিবর্তিত থাকে
ঘ. বাড়ে-কমে

২৩. কেবস চক্রে কত অণু ATP উৎপন্ন হয়?
ক. ১২
খ. ১৮
গ. ২২
ঘ. ২৪

২৪. উদ্ভিদের মূল বর্ধনের জন্য কোন উপাদানটি প্রয়োজন?
ক. পটাশিয়াম
খ. ফসফরাস
গ. সালফার
ঘ. ক্যালসিয়াম

২৫. সাইটোক্রোমের সাংগঠনিক উপাদান কী?
ক. আয়রন
খ. তামা
গ. বোরন
ঘ. ক্লোরিন

২৬. ম্যাগনেসিয়ামের অভাবে–
i. ক্লোরোসিস হয়
ii. শীর্ষ ও পার্শ্ব মুকুল মরে যায়
iii. সালোকসংশ্লেষণের হার কমে যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

২৭. নিচের কোন খাদ্যে ক্লোরিন থাকে?
ক. গাজর
খ. কলা
গ. মাছ
ঘ. বাদাম

২৮. ঠান্ডা সহ্য করতে না পারা কিসের লক্ষণ?
ক. সরল গলগণ্ড
খ. টক্সিক গলগণ্ড
গ. রক্তশূন্যতা
ঘ. রিকেটস্

২৯. কোন ব্যক্তির উচ্চতা ১.৫ মিটার এবং ওজন ৭৫ কেজি। ঐ ব্যক্তির BMI কত?
ক. ৩২.২
খ. ৩৩.৩
গ. ৩৩.৪
ঘ. ৩৩.৮

৩০. সিভনলের বৈশিষ্ট্য হলো-
i. কেন্দ্রিকা যুক্ত
ii. পাতলা প্রাচীর যুক্ত
iii. সজীবকোষ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

৩১. বদ্ধ রক্ত সংবহন তন্ত্রের সুবিধা হলো–
i. রক্ত বিভিন্ন পথে বিভিন্ন অঙ্গে পৌঁছে
ii. রক্তবাহী নালীর ব্যাসের পরিবর্তন ঘটে
iii. রক্ত বিভিন্ন অঙ্গ থেকে ধীরে হৃদপিণ্ডে ফিরে
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. iii
গ. i ও ii
ঘ. i ও iii

৩২. একজন পূর্ণবয়স্ক পুরুষের দেহে ট্রাইগ্লিসারাইড এর মান কত?
ক. ০.৪৫-১.৮১
খ. ০.৯০-১.৪৫
গ. ১.৫০-১.৬৮
ঘ. ১.৬৮-৪.৫৩

৩৩. ব্রংকাইটিসের লক্ষণ কোনটি?
ক. হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়া
খ. শক্ত খাবার খেতে না পারা
গ. সাধারণত জ্বর থাকে না
ঘ. বুকে ঘড় ঘড় আওয়াজ হওয়া

৩৪. নিচের কোন অঙ্গাণুটি তরল পদার্থ পরিশ্রুত করে?
ক. নেফ্রন
খ. মালপিজিয়ান অঙ্গ
গ. বোম্যানস ক্যাপসুল
ঘ. গ্লোমেরুলাস

৩৫. অস্টিওপরোসিস রোগের লক্ষণ কোনটি?

ক. পেশির শক্তি কমতে থাকা
খ. অস্থিসন্ধিতে ব্যথা
গ. গিট ফুলে যাওয়া
ঘ. অস্থি সন্ধি শক্ত হয়ে যাওয়া

উত্তর : –
১ : (গ); ২ : (ক); ৩ : (ঘ); ৪ : (গ); ৫ : (খ); ৬ : (ঘ); ৭ : (খ); ৮ : (খ); ৯ : (গ); ১০ : (খ); ১১ : (ঘ); ১২ : (খ); ১৩ : (ঘ); ১৪ : (গ); ১৫ : (গ); ১৬ : (ঘ); ১৭ : (গ); ১৮ : (ঘ); ১৯ : (গ); ২০ : (ঘ); ২১ : (খ); ২২ : (ক); ২৩ : (ঘ); ২৪ : (খ); ২৫ : (ক); ২৬ : (গ); ২৭ : (গ); ২৮ : (ক); ২৯ : (খ); ৩০ : (খ); ৩১ : (গ); ৩২ : (ক); ৩৩ : (খ); ৩৪ : (ঘ); ৩৫ : (ক);

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x