মাইক্রোওয়েভ কি? মাইক্রোওয়েভের বৈশিষ্ট্য What is Microwave?
মাইক্রোওয়েভ (Microwave) হলো হাই-ফ্রিক্যুয়েন্সি রেডিও ওয়েভ। 1 GHz বা তার চেয়ে বেশি ফ্রিক্যুয়েন্সিতে পাঠানাে বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গকে বলা হয় মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ ট্রান্সমিশন দু’ ধরনের। যথাঃ–
খ. স্যাটেলাইট মাইক্রোওয়েভ।
মাইক্রোওয়েভের বৈশিষ্ট্য
- মাইক্রোওয়েভ সিস্টেম মূলত দুটি ট্রান্সসিভার নিয়ে গঠিত। এর একটি সিগনাল ট্রান্সমিট করার কাজে এবং অন্যটি সিগনাল রিসিভ করার কাজে ব্যবহৃত হয়।
- মাইক্রোওয়েভ সিস্টেমে ব্যবহৃত অ্যান্টিনা বড় কোন ভবন বা টাওয়ারের উপর বসানাে হয় যাতে সিগনাল বাধাহীনভাবে বেশি দূরত্বে পাঠানাে যায়।
- মাইক্রোওয়েভ বাঁকা পথে চলতে পারে না