পানি বিষয়ক কিছু প্রশ্ন
প্রশ্ন: বিশুদ্ধ পানি কাকে বলে?
উত্তর : যে পানি স্বচ্ছ, বর্ণহীন, গন্ধহীন, যাতে কোনো ভাসমান জৈব কিংবা অজৈব পদার্থ থাকে না এবং যাতে কোনো রোগজীবাণু নেই তাকে বিশুদ্ধ পানি বলে।
প্রশ্ন : বায়ুর জলীয়বাষ্প ঠাণ্ডা হয়ে কিসে পরিণত হয়?
উত্তর : বায়ুর জলীয়বাষ্প ঠাণ্ডা হয়ে পানি কণায় পরিণত হয়।
প্রশ্ন : পানির অপর নাম কী?
উত্তর : পানির অপর নাম জীবন।
প্রশ্ন : কোন পানি পান করলে হাত-পায়ের চামড়ায় ঘা হতে পারে?
উত্তর : আর্সেনিকযুক্ত পানি পান করলে হাত পায়ের চামড়ায় ঘা হতে পারে।
প্রশ্ন : কোন রোগটি পানিবাহিত কিন্তু সংক্রামক নয়?
উত্তর : আর্সেনিকোসিস পানি বাহিত রোগ কিন্তু সংক্রামক নয়।
প্রশ্ন : কোন রোগের সহজ চিকিৎসা নেই?
উত্তর : আর্সেনিকোসিস রোগের সহজ চিকিৎসা নেই।
প্রশ্ন : আর্সেনিকোসিস রোগ কী?
উত্তর: আর্সেনিকযুক্ত পানি দীর্ঘ দিন পান করলে হাতে-পায়ে এক ধরনের ক্ষত বা ঘা সৃষ্টি হয় যা আর্সেনিকোসিস নামে পরিচিত।
প্রশ্ন : প্রাকৃতিক কারণে পানি দূষণকে কী বলে?
উত্তর : প্রাকৃতিক কারণে পানি দূষণকে আর্সেনিক দূষণ বলে।
প্রশ্ন : কী কী উপায়ে পানি শোধন করা যায়?
উত্তর : ছাঁকন, থিতানো, ফুটানো ও রাসায়নিক পদার্থ মিশিয়ে পানি শোধন করা যায়।
উত্তর: পানির তিনটি উৎসের নাম নিম্নে দেয়া হলোঃ ১.সমুদ্র ২.নলকূপ ৩. বৃষ্টি।