মোবাইল ফোন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান তার নেটওয়ার্কের আওতাধীন এলাকাকে ছােট ছােট অংশে বিভক্ত করে। প্রতিটি অংশে একটি এন্টেনা ও একটি ছােট অফিস দ্বারা সেল গঠন করে। উক্ত এন্টেনা এবং ছােট অফিস নিয়ে গঠিত সেলকে বেজ স্টেশন (Base station) বলে।
আলোর গতিতে ডেটা ট্রান্সফার সম্ভব ব্যাখ্যা কর।
আলোর গতিতে ডেটা ট্রান্সফার সম্ভব, যাতে অপটিক্যাল ফাইবার নামক তার ব্যবহার করা হয়।
অপটিক্যাল ফাইবার হলো কাঁচ অথবা প্লাস্টিক দ্বারা তৈরি এমন একটি আবদ্ধ মাধ্যম যার মধ্যে দিয়ে আলোকে অনেক দূর পর্যন্ত পরিবহণ করা যায়। অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে আলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের নিয়মানুযায়ী প্রবাহিত হয়। শব্দ শক্তি অথবা বৈদ্যুতিক শক্তিকে আলোক শক্তিতে রূপান্তর করার পর তা অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে পাঠিয়ে দেয়া হয়। ফলে আলোর গতিতে ডেটা এক স্থান থেকে অন্য স্থানে যায়।