পানি কত তাপমাত্রায় তার সর্বোচ্চ ঘনত্ব প্রদর্শন করে??
পানি ৪° সেলসিয়াস তাপমাত্রায় তার সর্বোচ্চ ঘনত্ব প্রদর্শন করে…
পানি ৪° সেলসিয়াস তাপমাত্রায় তার সর্বোচ্চ ঘনত্ব প্রদর্শন করে…
এমসিবি (MCB) এর পূর্ণ অর্থ মিনিয়েচার সার্কিট ব্রেকার (Miniature Circuit Breaker)। শর্ট সার্কিট ও ওভার লোড জনিত দূর্ঘটনা থেকে সার্কিটকে রক্ষা করতে কম কারেন্ট প্রবাহের সার্কিটের ছোট আকারের যে সার্কিট ব্রেকার ব্যবহার করা যায় তাহাই এমসিবি।
প্রায় সময়ে দেখা যায় বিশ্বিবদ্যালয় ভর্তি পরীক্ষা এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় কোন কোন দেশের রাজধানী ও মুদ্রার নাম সম্পর্কে প্রশ্ন করা হয়।বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রার নাম জেনে নিলে আপনি এক্ষেত্রে অন্যদের থেকে এগিয়ে থাকবেন। দেশ, রাজধানী এবং মুদ্রার নামঃ দেশ রাজধানী মুদ্রা ১) বাংলাদেশ – ঢাকা- টাকা ২) ভারত – নয়াদিল্লি-রুপি ৩) পাকিস্তান-…
কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদান প্রযুক্তিকে কী বলা হয়? কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদান প্রযুক্তিকে ইন্টারনেট বলে। আধুনিক যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করে সারাবিশ্বে ছড়িয়ে থাকা অসংখ্য কম্পিউটার নেটওয়ার্ককে পরস্পর সম্পর্কযুক্ত করে তাদের মধ্যে যে আন্তঃসম্পর্ক বা যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হয় তাকে ইন্টারনেট বলে। ১৯৯০ সালে বাংলাদেশে ইন্টারনেট কার্যক্রম শুরু হয়।
সংবিধান মনে রাখার শর্টকাট টেকনিক। আজ আপনাদের জন্য থাকছে সংবিধান মনে রাখার শর্টকাট টেকনিক । সংবিধান মনে রাখা খুব গুরুত্বপূর্ণ। সংবিধান থেকে সব ধরনের পরীক্ষায় প্রায় সবসময়য়ই প্রশ্ন আসতে দেখা যায়।কিছু শর্টকাট টেকনিক ফলো করলে সহজেই আপনি সংবিধান মনে রাখতে পারবেন।চলুন জেনে নেই সংবিধান মনে রাখার শর্টকাট টেকনিক। ☼ অগ্রাধিকার ভিত্তিতে আপনার করনীয়ঃ ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ১।…
কার্টাগেনা প্রটোকল কি? জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক একটি চুক্তি কার্টাগেনা প্রটোকল। আধুনিক যুগে বায়োটেকনোলজির অসাধারণ অগ্রগতির কারণে এবং জীববৈচিত্র্যের ক্ষেত্রে এর নিরাপত্তা ও ব্যবহার সম্পর্কিত উদ্বেগের কারণে প্রোটোকলটি গৃহীত হয়েছিল। এটি জীববৈচিত্র্য সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পরিবেশগত প্রোটোকল। ১৯৯৯ সালের ফেব্রুয়ারিতে কলম্বিয়ার কার্টাগোনা শহরে জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তিটির ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে ২০০০ সালের…
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ৩০ অক্টোবর ২০১৭ তারিখে ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল’ রেজিস্টারে অন্তর্ভূক্ত করা হয়েছে। জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর “মেমরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল” রেজিস্টারে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ অন্তর্ভূক্ত হয় ৩০ অক্টোবর ২০১৭। এটাই ইউনেস্কোর ৪২৭ টি প্রামাণ্য ঐতিহ্যের মধ্যে প্রথম অলিখিত ভাষণ।