Modal Ad Example
পড়াশোনা

ইউনিয়ন ও জেলা পরিষদের আয়ের উৎস কী কী?

1 min read

ইউনিয়ন পরিষদের আয় এর উৎস কী কী?
ইউনিয়ন পরিষদের আয়ের উৎসগুলো হলো- বাড়ি, দালান-কোঠার উপর কর; জন্ম, বিবাহ ও ভোজের উপর ফি; সিনেমা, থিয়েটার, যাত্রা, সার্কাস, মেলা ইত্যাদির উপর কর; যানবাহনের ওপর কর; লাইসেন্স, পারমিট ফি; হাট-বাজার, জলমহাল, ফেরিঘাট ইজারা, টোল সংগ্রহ; জনস্বার্থে বিশেষ কল্যাণকর কাজের জন্য ফি; সরকার প্রদত্ত অনুদান ইত্যাদি।

জেলা পরিষদের আয়ের উৎস কী কী?
জেলা পরিষদের আয়ের উৎস হলো–
১. কর;
২. টোল;
৩. ফিস;
৪. সম্পত্তি হতে পাওয়া আয়;
৫. ব্যক্তি, সরকার ও অন্যান্য প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অনুদান;
৬. বিনিয়োগ হতে পাওয়া আয়;
৭. হাট-বাজার, ফেরিঘাট এবং জলমহল থেকে বর্ধিত পরিমাণ অর্থ জেলা পরিষদ পাবে।

3.8/5 - (6 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x