Modal Ad Example
পড়াশোনা

গণতন্ত্র বলতে কি বুঝায়? গণতন্ত্রের প্রকারভেদ ও গণতন্ত্রের বৈশিষ্ট্য।

1 min read

গণতন্ত্র বলতে কি বুঝায়? (What is meant by Democracy in Bengali/Bangla?)
গণতন্ত্র এমন একটি শব্দ যা যুগ যুগ ধরে রাজনৈতিক চিন্তা জগতে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। গণতন্ত্র কথাটির ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে জনগণের শাসন বা কর্তৃত্ব। গণতন্ত্র এমন এক ধরনের শাসন ব্যবস্থা যে শাসন ক্ষমতা সমাজের সদস্যদের কাছে থাকে। গণতন্ত্রের মূল কথা হচ্ছে শাসন সংক্রান্ত ব্যাপারে শাসিতের সম্মতি লাভ।

গণতন্ত্রের সংজ্ঞা (Defination of Democracy)
গণতন্ত্রের অর্থ হচ্ছে জনগণের শাসন। অতীত ও মধ্যযুগে গণতন্ত্র মূলত এ অর্থেই ব্যবহৃত হয়েছে। কিন্তু আধুনিক যুগে গণতন্ত্র বলতে আমরা কেবল এক ধরনের সরকারকেই বুঝিনা, সাথে সাথে এক ধরনের সমাজ ব্যবস্থাকেও বুঝি। এ ধরনের সমাজব্যবস্থা যেখানে বিরাজমান নেই, সেখানে শাসনপ্রথা গণতন্ত্র নামে পরিচিত হলেও তা’ সম্পূণরূপে গণতান্ত্রিক নয়। তবে রাষ্ট্রবিজ্ঞানে গণতন্ত্র বলতে আমরা এক প্রকার শাসন ব্যবস্থাকে বুঝি।

প্রায় আড়াই হাজার বছর পূর্বে গ্রীক ঐতিহাসিক হিরোডোটাস (Herohotus) গণতন্ত্রের সংজ্ঞা নির্ধারণ করে বলেছেন,

“গণতন্ত্র এক প্রকার শাসনব্যবস্থা যেখানে শাসন ক্ষমতা কোনো শ্রেণি বা শ্রেণিসমূহের উপর ন্যস্ত থাকে না, বরং সমাজের সদস্যগণের উপর ন্যস্ত হয় ব্যাপকভাবে।”

এর প্রতিধ্বনি আমরা শুনতে পাই আধুনিককালের শ্রেষ্ঠ চিন্তবিদ লর্ড ব্রাইসের সংজ্ঞায়।

গণতন্ত্র সম্পর্কে লর্ড ব্রাইস বলেন,
” যে শাসন প্রথায় জনসমষ্টির অন্তত তিন-চতুর্থাংশ নাগরিকের ভোটের শক্তি যেন তাদের শারীরিক বলের সমান হয়”
(A government in which the will of the majority of the qualified citizen’s rules…..say, at lest three-fourths so that the physical force of the citizens coincides with their voting power)
লর্ড ব্রাইস এ প্রসঙ্গে আরও বলেন, ঐ শাসনব্যবস্থাই গণতান্ত্রিক, যা (ক) জনসাধারণের ইচ্ছা, (খ) তাদের মংগলামংগল ও (গ) হিতকর্মের ভিত্তিতে গড়ে ওঠে এবং (ঘ) যেখানে সাম্য ও স্বাধীনতা প্রধান্য পায়।
গণতন্ত্রের প্রকারভেদ (Types of Democracy)
গণতন্ত্রকে দুই ভাগে ভাগ করা যায়। যথাঃ-
১. প্রত্যক্ষ গণতন্ত্র
২. পরোক্ষ গণতন্ত্র
  • পরোক্ষ গণতন্ত্র বলতে সাধারণত নাগরিকগণ সরাসরি অংশগ্রহণ না করে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে শাসনকার্য পরিচালনা করার পদ্ধতিকেই বোঝায়। পরোক্ষ গণতন্ত্রে নির্বাচিত প্রতিনিধিরাই আইন প্রণয়নসহ শাসনকার্য পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকেন। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রই প্রচলিত রয়েছে।
গণতন্ত্রের বৈশিষ্ট্য (Characteristics of Democracy)
গণতন্ত্রের কতকগুলো বৈশিষ্ট্য রয়েছে। কোনো শাসনব্যবস্থা গণতান্ত্রিক কিনা তা’এসব বৈশিষ্ট্যের মানদণ্ডে বিচার করে সহজেই আমরা অনুধাবন করতে পারি।
  • প্রথমত, লক্ষ্য করতে হবে উক্ত শাসনব্যবস্থায় প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে সরকার গঠিত হয় কিনা।
  • দ্বিতীয়ত, নিয়মতান্ত্রিক উপায়ে সরকারকে পরিবর্তন করা যায় কিনা।
  • তৃতীয়ত, উক্ত ব্যবস্থায় দল গঠন, মত প্রকাশ ও সমালোচনার অধিকার স্বীকৃত হয়েছে কিনা।
  • চতুর্থত, জাতি-ধর্ম নির্বিশেষে প্রত্যেক নাগরিকের স্বার্থরক্ষার সুবন্দোবস্ত রয়েছে কিনা।
  • পঞ্চমত, উক্ত ব্যবস্থায় প্রত্যেক নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের উপযোগী রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অধিকারসমূহ আইনগতভাবে সংরক্ষণের ব্যবস্থা আছে কিনা।
  • এবং শেষত, জনসাধারণ এ আশ্বাস পেয়েছে কি-না যে, সুষ্ঠু বিচার ছাড়া তাদের অহেতুক বন্দীদশা ভোগ করতে হবে না। অথবা অন্য কোনো শা্স্তি ভোগ করতে হবে না।
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. সর্বপ্রথম কোথায় গণতন্ত্র প্রচলিত হয়?
উত্তর : প্রাচীন গ্রিসের এথেন্সে সর্বপ্রথম গণতন্ত্র প্রচলিত হয়।
প্রশ্ন-২. আধুনিক গণতান্ত্রিক শাসনব্যবস্থার সকল ক্ষমতার উৎস কে?
উত্তর : আধুনিক গণতান্ত্রিক শাসনব্যবস্থার সকল ক্ষমতার উৎস জণগণ।
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ–
১। প্রত্যক্ষ গণতন্ত্রের অপর নাম কি?
ক) পরোক্ষ গণতন্ত্র
খ) প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র
গ) বিশুদ্ধ গণতন্ত্র
ঘ) স্বৈরতন্ত্র
সঠিক উত্তর : গ) বিশুদ্ধ গণতন্ত্র
২। গণতন্ত্র সাধারণত কয় পদ্ধতিতে কার্যকর হয়?
ক) দুই পদ্ধতিতে
খ) তিন পদ্ধতিতে
গ) চার পদ্ধতিতে
ঘ) পাঁচ পদ্ধতিতে
সঠিক উত্তর : ক) দুই পদ্ধতিতে
৩। পরোক্ষ গণতন্ত্রের অপর নাম কি?
ক) স্বৈরতন্ত্র
খ) প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র
গ) বিশুদ্ধ গণতন্ত্রের
ঘ) প্রত্যক্ষ গণতন্ত্র
সঠিক উত্তর : খ) প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র
৪। যে শাসন ব্যবস্থায় নাগরিকগণ সরাসরিভাবে কাজ পরিচালনায় অংশগ্রহণ করার সুযোগ পায় তাকে কী বলে?
ক) প্রত্যক্ষ গণতন্ত্র
খ) পরোক্ষ গণতন্ত্র
গ) প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র
ঘ) সমান্ততন্ত্র
সঠিক উত্তর : ক) প্রত্যক্ষ গণতন্ত্র
৫। প্রাচীন গ্রিসের কোথায় প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলিত ছিল?
ক) ক্ষুদ্র গ্রামগুলোতে
খ) বৃহৎ নগরগুলোতে
গ) ক্ষুদ্র নগররাষ্ট্রগুলোতে
ঘ) সমগ্র রাষ্ট্রে
সঠিক উত্তর : গ) ক্ষুদ্র নগররাষ্ট্রগুলোতে
৬। আয়তনে বিশাল ও বিপুল জনসংখ্যা সমৃদ্ধ রাষ্ট্র কোন শাসনব্যবস্থার প্রতিবন্ধক?
ক) প্রত্যক্ষ গণতন্ত্র
খ) পরোক্ষ গণতন্ত্র
গ) প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র
ঘ) স্বৈরতন্ত্র
সঠিক উত্তর : ক) প্রত্যক্ষ গণতন্ত্র
৭। রাষ্ট্র ব্যবস্থার বিস্তৃতির কারণে কোন ধরনের গণতন্ত্র প্রচলন প্রায় অসম্ভব?
ক) বিশুদ্ধ গণতন্ত্র
খ) পরোক্ষ গণতন্ত্র
গ) প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র
ঘ) জনমতের গণতন্ত্র
সঠিক উত্তর : ক) বিশুদ্ধ গণতন্ত্র
৮। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে পরোক্ষ গণতন্ত্র প্রচলনের কারণ কী?
ক) জনগণের শিক্ষা ও মানোন্নয়ন
খ) প্রত্যক্ষ গণতন্ত্র অসম্ভব বলে
গ) রাষ্ট্রের বিশালতা ও অধিক জনসংখ্যা
ঘ) পরোক্ষ গণতন্ত্র জনপ্রিয় বলে
সঠিক উত্তর : গ) রাষ্ট্রের বিশালতা ও অধিক জনসংখ্যা
৯। গণতন্ত্র কোন ধরনের শাসন ব্যবস্থা?
ক) নিয়ন্ত্রিত
খ) পরিকল্পনাহীন
গ) দায়িত্বশীল
ঘ) স্বৈরাচারী
সঠিক উত্তর : গ) দায়িত্বশীল
১০। গণতন্ত্র কোন ধরনের সরকার?
ক) স্বৈরাচারী
খ) নিয়ন্ত্রণমূলক
গ) জনকল্যাণমূলক
ঘ) দমনমূলক
সঠিক উত্তর : গ) জনকল্যাণমূলক
5/5 - (1 vote)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x