বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো

জাতীয় সংসদ : জাতীয় সংসদ (House of the Nation) বাংলাদেশের আইনসভার নাম। জাতীয় সংসদ ৩৫০ জন সদস্য নিয়ে গঠিত। স্পিকার জাতীয় সংসদের সভাপতি। বাংলাদেশের সংসদীয় শাসনব্যবস্থায় জাতীয় সংসদ সকল কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হিসেবে পরিগণিত।

জবাবদিহিতা : জবাবদিহিতা অর্থ হলো শাসন বিভাগের বিভিন্ন দপ্তরের মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ অন্যান্য কর্মকর্তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন কিনা সে বিষয়ে জাতীয় সংসদকে অবহিত করা। জবাবদিহিতার জন্য সরকার জণগণের কল্যাণে সচেষ্ট থাকে এবং নিজেদের ভুল-ত্রুটি শুধরে নিতে পারে।

রাষ্ট্রপতি : রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান। তিনি জাতীয় মর্যাদা, ঐক্য ও সার্বভৌমত্বের প্রতীক। তাঁর নামে রাষ্ট্রের যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হয়। রাষ্ট্রপতি জাতীয় সংসদ কর্তৃক ৫ বছরের জন্য নির্বাচিত হন।

প্রধানমন্ত্রী : প্রধানমন্ত্রী বাংলাদেশের সরকার প্রধান এবং শাসনব্যবস্থার কেন্দ্রবিন্দু। প্রতিটি সাধারণ নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠতা লাভকারী দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রী ৫ বছরের জন্য দায়িত্বভার গ্রহণ করেন। সংসদীয় শাসনব্যবস্থায় প্রধানমন্ত্রী সকল নির্বাহী ক্ষমতার অধিকারী। সংবিধান অনুযায়ী তিনি জনগণের নির্বাচিত সংসদ নেতা, মন্ত্রিপরিষদের প্রধান হিসেবে প্রভূত ক্ষমতার অধিকারী।

আইনের শাসন : আইনের শাসন বলতে সংবিধান ও আইন অনুযায়ী দেশ পরিচালনাকে বুঝায়। দেশের সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান অধিকার ভোগ করবে। এক্ষেত্রে কাউকে বঞ্চিত করা যাবে না— এটাই আইনের শাসনের মূলকথা।

সচিবালয় : সচিবালয় কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের সমন্বয়ে গঠিত। সচিবালয় বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থার কেন্দ্রবিন্দু। সিনিয়র সচিব/সচিব সচিবালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (MCQ)
১। বাংলাদেশের জাতীয় সংসদের মেয়াদকাল কয় বছর?
ক) ৪ বছর
খ) ৫ বছর
গ) ৬ বছর
ঘ)৭ বছর
সঠিক উত্তর : খ) ৫ বছর

২। জাতীয় সংসদের সভাপতি কে?
ক) প্রধানমন্ত্রী
খ) স্পিকার
গ) পররাষ্ট্রমন্ত্রী
ঘ) রাষ্ট্রপতি
সঠিক উত্তর : খ) স্পিকার

৩। বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাহী ক্ষমতা কার হাতে ন্যস্ত?
ক) রাষ্ট্রপতি
খ) স্পিকার
গ) প্রধানমন্ত্রী
ঘ) প্রধান বিচারপতি
সঠিক উত্তর : গ) প্রধানমন্ত্রী

৪। “বিচার বিভাগের দক্ষতাই সরকারের ক্ষমতার দক্ষতা ও যোগ্যতার মানদণ্ড”– উক্তিটি কার?
ক) লর্ড ব্রাইস
খ) উড্রো উইলসন
গ) জন লক
ঘ) আব্রাহাম লিংকন
সঠিক উত্তর : ক) লর্ড ব্রাইস

৫। কোন বিভাগকে সংবিধানের অভিভাবক ও রক্ষক বলা হয়?
ক) আইন বিভাগ
খ) শাসন বিভাগ
গ) বিচার বিভাগ
ঘ) নির্বাচন কমিশন
সঠিক উত্তর : গ) বিচার বিভাগ

৬। সচিবালয়কে বলা–
ক) শাসনব্যবস্থার কেন্দ্রবিন্দু
খ) প্রশাসনিক ব্যবস্থার কেন্দ্রবিন্দু
গ) ন্যায়বিচারের কেন্দ্রবিন্দু
ঘ) কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু
সঠিক উত্তর : খ) প্রশাসনিক ব্যবস্থার কেন্দ্রবিন্দু

৭। বাংলাদেশ সংবিধানের চতুর্থ সংশোধনী হয়েছিল কত সালে?
ক) ১৯৭২ সালে
খ) ১৯৭৩ সালে
গ) ১৯৭৪ সালে
ঘ) ১৯৭৫ সালে
সঠিক উত্তর : ঘ) ১৯৭৫ সালে

৮। জাতীয় সংসদে মহিলাদের জন্য কয়টি সংরক্ষিত আসন রয়েছে?
ক) ৪৫টি
খ) ৫০টি
গ) ৫২টি
ঘ) ৫৫টি
সঠিক উত্তর : খ) ৫০টি

৯। মূলত আইন প্রণেতা হলেন—
ক) প্রধানমন্ত্রী
খ) রাষ্ট্রপতি
গ) সংসদ সদস্যগণ
ঘ) স্পিকার
সঠিক উত্তর : গ) সংসদ সদস্যগণ

১০। মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ হলে নিচের কোনটি ঘটে?
ক) সংসদীয় গণতন্ত্রের পতন ঘটে
খ) মন্ত্রিসভার পতন ঘটে
গ) মন্ত্রিগণ অপমানিত হন
ঘ) অভিশংসন প্রস্তাব আনা হয়
সঠিক উত্তর : খ) মন্ত্রিসভার পতন ঘটে

১১। ‘সংবিধান অনুযায়ী তিনি কেবিনেটের স্থাপত্যের প্রধান প্রস্তর’— এখানে কার কথা বলা হয়েছে?
ক) রাষ্ট্রপতি
খ) প্রধানমন্ত্রী
গ) স্পিকার
ঘ) মন্ত্রিপরিষদ
সঠিক উত্তর : খ) প্রধানমন্ত্রী

১২। বাজেটে প্রধানমন্ত্রীর কিসের প্রতিফলন ঘটে?
ক) দূরদর্শী মনোভাবের
খ) কল্যাণমূলক ভাবধারার
গ) অর্থনৈতিক নীতিমালার
ঘ) সংসদীয় নীতিমালার
সঠিক উত্তর : গ) অর্থনৈতিক নীতিমালার

১৩। মন্ত্রিপরিষদ তাঁর পূর্ব গৌরব ফিরে পায় কোন সংশোধনীর মাধ্যমে?
ক) পঞ্চম সংশোধনী
খ) সপ্তম সংশোধনী
গ) দশম সংশোধনী
ঘ) দ্বাদশ সংশোধনী
সঠিক উত্তর : ঘ) দ্বাদশ সংশোধনী

১৪। বাজেট প্রণয়নে মূল ভূমিকা পালন করেন কে?
ক) রাষ্ট্রপতি
খ) অর্থমন্ত্রী
গ) পররাষ্ট্রমন্ত্রী
ঘ) স্পিকার
সঠিক উত্তর : খ) অর্থমন্ত্রী

১৫। রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হতে হলে কমপক্ষে কত বছর বয়স্ক হতে হবে?
ক) ৩০ বছর
খ) ৩২ বছর
গ) ৩৪ বছর
ঘ) ৩৫ বছর
সঠিক উত্তর : ঘ) ৩৫ বছর

১৬। হাইকোর্ট বিভাগের এখতিয়ার কয় ধরনের হয়?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
সঠিক উত্তর : ক) দুই

১৭। গণতান্ত্রিক সমাজের অন্যতম রক্ষাকবচ কী?
ক) ন্যায়বিচার
খ) ব্যক্তি স্বাধীনতা
গ) মৌলিক অধিকার
ঘ) সামাজিক সাম্য
সঠিক উত্তর : গ) মৌলিক অধিকার

১৮। বিভাগীয় প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি কে?
ক) অতিরিক্ত কমিশনার
খ) বিভাগীয় কমিশনার
গ) সহকারী কমিশনার
ঘ) সহযোগী কমিশনার
সঠিক উত্তর : খ) বিভাগীয় কমিশনার

১৯। বাংলাদেশ সরকারের অঙ্গ বা বিভাগ–
i. আইন বিভাগ
ii. নির্বাহী বিভাগ
iii.বিচার বিভাগ

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর : ঘ) i, ii ও iii

২০। শাসন বিভাগ বলতে বোঝায়—
i. রাষ্ট্রের প্রধান নির্বাহী কর্মকর্তাকে
ii. অধস্তন মন্ত্রিপরিষদকে
iii. প্রশাসনিক কার্যে নিয়োজিত কর্মচারীদের

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর : ঘ) i, ii ও iii

২১। গণতান্ত্রিক শাসনব্যবস্থা শক্তিশালী ও বিকশিত হতে পারে–
i. আইনের শাসন প্রতিষ্ঠিত হলে
ii. জণগণ প্রাপ্য সুফল ভোগ করতে পারলে
iii. মন্ত্রিপরিষদ সুষ্ঠুভাবে কার্য পরিচালনা করলে

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর : খ) i ও iii

২২। বিচার বিভাগের কাজ হলো–
i. ন্যায়বিচার প্রতিষ্ঠা করা
ii. আইনের শাসনকে অক্ষুন্ন রাখা
iii. জনগণের মৌলিক অধিকার রক্ষা করা

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর : গ) ii ও iii

২৩। জেলা জজ আদালতের বিচারপতিকে বলা–
i. দায়রা জজ
ii. জেলা জজ
iii. সেশন জজ

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর : ক) i ও ii

নিচের উদ্দীপকটি পড় এবং ২৪, ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও :
‘ক’ নামক একটি দেশ সংসদীয় সরকার ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়। এ দেশের সর্বোচ্চ পদে ‘খ’ নামক একজন ব্যক্তি নির্বাচিত হয়। উক্ত পদে অধিষ্ঠিত ব্যক্তির হাতে ক্ষমতা না থাকলেও নিয়মতান্ত্রিক প্রধান হিসেবে তিনি কতিপয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

২৪। উদ্দীপকে জনাব ‘খ’ রাষ্ট্রের কোন পদের জন্য নির্বাচিত হন?
ক) রাষ্ট্রপতি
খ) প্রধানমন্ত্রী
গ) মন্ত্রী
ঘ) সচিব
সঠিক উত্তর : ক) রাষ্ট্রপতি

২৫। উক্ত পদে নির্বাচিত জনাব ‘খ’-এর শাসন সংক্রান্ত ক্ষমতা কোনটি?
ক) দণ্ড মওকুফ
খ) অধ্যাদেশ জারি
গ) প্রধানমন্ত্রী নিয়োগ
ঘ) সংসদের অধিবেশন আহ্বান
সঠিক উত্তর : খ) অধ্যাদেশ জারি

২৬। উক্ত পদের যোগ্যতা–
i. পঁয়ত্রিশ বছর বয়স্ক হতে হবে
ii. অবশ্যই ঐ দেশের নাগরিক হতে হবে
iii. সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য হতে হবে

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর : ঘ) i, ii ও iii

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *