ক্রিয়ার কাল বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (MCQ

admin
2 Min Read

১। ক্রিয়ার কাল বলতে কী বোঝায়?
ক) ক্রিয়ার ধরণ
খ) ক্রিয়ার নির্ভরশীলতা
গ) ক্রিয়া সংঘটনের সময়
ঘ) ক্রিয়ামূল
সঠিক উত্তর : গ) ক্রিয়া সংঘটনের সময়

২। ক্রিয়া কোন কোন সময়ে কাজ সম্পন্ন হবার কথা নির্দেশ করে?
ক) বর্তমান
খ) অতীত
গ) ভবিষ্যৎ
ঘ) অতীত, বর্তমান ও ভবিষ্যৎ
সঠিক উত্তর : ঘ) অতীত, বর্তমান ও ভবিষ্যৎ

৩। ক্রিয়ার কাল প্রধানত কত প্রকার?
ক) দুই প্রকার    খ) তিন প্রকার
গ) চার প্রকার    ঘ) পাঁচ প্রকার
সঠিক উত্তর : গ) চার প্রকার

৪। কোনটি সাধারণ বর্তমান কালের উদাহরণ?
ক) আমি বাড়ি যাই
খ) শিকারী পাখিকে গুলি করল
গ) এতক্ষণে জানলাম কুসুমে কীট আছে
ঘ) আমি কাল ঢাকায় যাব
সঠিক উত্তর : ক) আমি বাড়ি যাই

৫। ‘আমি চলতে থাকব’– এটি কোন কাল?
ক) ঘটমান অতীত
খ) ঘটমান বর্তমান
গ) ঘটমান ভবিষ্যৎ
ঘ) পুরাঘটিত ভবিষ্যৎ
সঠিক উত্তর : ঘ) পুরাঘটিত ভবিষ্যৎ

৬। ‘সে গান শুনত।’– এটি কোন কাল?
ক) পুরাঘটিত বর্তমান
খ) নিত্যবৃত্ত অতীত
গ) পুরাঘটিত অতীত
ঘ) পুরাঘটিত ভবিষ্যৎ
সঠিক উত্তর : খ) নিত্যবৃত্ত অতীত

৭। সাধারণ অতীত কোনটি?
ক) সে করত    খ) সে করছিল
গ) সে করল    ঘ) সে করেছিল
সঠিক উত্তর : গ) সে করল

৮। ‘প্রতিদিন ফুল ফুটত।’— এটি কোন কাল?
ক) সাধারণ অতীত
খ) পুরাঘটিত অতীত
গ) ঘটমান অতীত
ঘ) নিত্যবৃত্ত অতীত
সঠিক উত্তর : ঘ) নিত্যবৃত্ত অতীত

৯। অতীতকালে যে ক্রিয়া সাধারণত অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয়, তাকে কোন কাল বলা হয়?
ক) নিত্যবৃত্ত অতীত কাল
খ) পুরাঘটিত অতীত কাল
গ) ঘটমান অতীত কাল
ঘ) সাধারণ অতীত কাল
সঠিক উত্তর : ঘ) সাধারণ অতীত কাল

১০। ‘তখন আমরাও খেলতাম’— কোন কালের উদাহরণ?
ক) পুরাঘটিত বর্তমান
খ) পুরাঘটিত অতীত
গ) নিত্যবৃত্ত অতীত
ঘ) সাধারণ অতীত
সঠিক উত্তর : গ) নিত্যবৃত্ত অতীত

Share this Article
1 Comment
x
%d bloggers like this: