পড়াশোনা
1 min read

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান প্রথম অধ্যায় : জীবন পাঠ

প্রশ্ন-১। ট্যাক্সন কি?
উত্তরঃ ট্যাক্সন হচ্ছে শ্রেণিবিন্যাসের একক। শ্রেণিবিন্যাসকরণে বিভিন্ন প্রাণীকে তার নিজস্ব বৈশিষ্ট্য ও অন্যান্য জীবের সঙ্গে তার সম্পর্ক এবং সাদৃশ্য ও বৈসাদৃশ্য-এর ভিত্তিতে একটি দল বা গােষ্ঠীতে স্থাপন করা হয়। এ স্তরগুলােই ট্যাক্সন নামে পরিচিত। যেমন- রাজ্য, পর্ব, শ্রেণি, বর্ণ, গােত্র, গণ ও প্রজাতি।

প্রশ্ন-২। ICZN-এর পূর্ণরূপ কি?
উত্তর : ICZN-এর পূর্ণরূপ হলো International Code of Zoological Nomenclature।

প্রশ্ন-৩। শ্রেণিবিন্যাসের সর্বোচ্চ একক কোনটি?
উত্তর : শ্রেণিবিন্যাসের সর্বোচ্চ একক হলো জগৎ।

প্রশ্ন-৪। বংশগতিবিদ্যা কাকে বলে?
উত্তর : জীববিজ্ঞানের যে শাখায় জীবের বংশগতি ও প্রকরণের রীতিনীতি আলোচিত হয় তাকে জিনতত্ত্ব বা বংশগতিবিদ্যা বলে।
প্রশ্ন-৫। শারীরবিদ্যা কী?
উত্তর : বিজ্ঞানের যে ভৌত শাখায় জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি যেমন—শ্বসন, রেচন, সালোকসংশ্লেষণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়, তাই শারীরবিদ্যা।

প্রশ্ন-৬। শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য লিখ।
উত্তর : শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হলো জীবের দল ও উপদল সম্পর্কে জ্ঞান করা আহরণ করা । জীবজগৎ কে ভিন্নতার দিকে আলোকপাত করে আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা এবং পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্ত ভাবে উপস্থাপন করা যা  প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামকরণ এর ব্যবস্থা করা।জীবজগৎ ও মানব কল্যাণে প্রয়োজনীয় জীবগুলোকে শনাক্ত করে তাদের সংরক্ষণের সচেতন হওয়া।

Rate this post