সপ্তম শ্রেণির বিজ্ঞান ৪র্থ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. শ্বসন কী ধরনের ক্রিয়া?

ক. মুখ্য  খ. বিপাকীয়

গ. গৌণ  ঘ.শারীরিক

সঠিক উত্তর : খ

২. বায়ু উদ্ভিদের দেহ অভ্যন্তরে প্রবেশ করে—

i. পত্ররন্ধ্রের মাধ্যমে

ii. কাণ্ডের লেন্টিসেলের মাধ্যমে

iii. অন্তঃকোষের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ. i ও iii

গ. ii ও iii  ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৩. পানিতে নিমজ্জিত উদ্ভিদগুলো কিসের সাহায্যে অক্সিজেন শোষণ করে?

ক. পাতা  খ. কাণ্ড

গ. মূল  ঘ. সমগ্র দেহতল

সঠিক উত্তর : ঘ

৪. নিম্ন শ্রেণির প্রাণীতে শ্বসন হয়—

i. ত্বকের মাধ্যমে

ii. লেন্টিসেলের মাধ্যমে

iii. ট্রাকিয়ার মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ. i ও iii

গ. ii ও iii  ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : খ

৫. মাছ ও ব্যাঙাচি শ্বসন সম্পন্ন করে কীভাবে?

ক. ফুলকা দিয়ে  খ. ফুসফুস দিয়ে

গ. ট্রাকিয়া দিয়ে  ঘ. দেহতল দিয়ে

সঠিক উত্তর : ক

৬. স্থলজ মেরুদণ্ডী প্রাণীরা শ্বসন সম্পন্ন করে কীভাবে?

ক. ফুসফুস দিয়ে   খ. দেহ দিয়ে

গ. ট্রাকিয়া দিয়ে ঘ. ফুলকা দিয়ে

সঠিক উত্তর : ক

৭. ফুসফুসের বায়ুথলি গঠনকারী পাতলা কোষের নাম কী?

ক. এপিথেলিয়াল খ. ট্রাকিয়া

গ. ফুলকা ঘ. অ্যালভিওলাস

সঠিক উত্তর : ক

৮. খাদ্য অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে পরিণত হয়—

i. গতিশক্তি

ii. তাপশক্তি

iii. স্থিতিশক্তি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক

৯. অক্সিজেন ও কার্বন ডাই–অক্সাইড বিনিময় ঘটে কোন নালিতে?

ক. শ্বাসনালি  খ. কৈশিক

গ. ট্রাকিয়া  ঘ. গলবিল

সঠিক উত্তর : খ

১০. পানিতে নিমজ্জিত উদ্ভিদ কোনটির মাধ্যমে অক্সিজেন শোষণ করে?

ক. লেন্টিসেল  খ. কাণ্ড

গ. সমগ্র দেহতল  ঘ. পাতার মাধ্যমে

সঠিক উত্তর : গ

১১. অক্সিজেন খাদ্যের সঙ্গে বিক্রিয়া করে কী উৎপন্ন করে?

ক. রক্তকণিকা  খ. শক্তি

গ. হিমোগ্লোবিন ঘ. লসিকা

সঠিক উত্তর : খ

১২. ফুসফুস আয়তনে ছোট হয় কোন পর্যায়ে?

ক. বহিঃশ্বসন খ. প্রশ্বাস

গ. অন্তঃশ্বসন ঘ. নিশ্বাস

সঠিক উত্তর : ঘ

১৩. জীবকোষের কোথায় স্টার্চ, শর্করা, প্রোটিন ও ফ্যাট সঞ্চিত থাকে?

ক. প্রোটোপ্লাজম খ. সাইটোপ্লাজম

গ. এন্ডোপ্লাজম ঘ. এক্টোপ্লাজম

সঠিক উত্তর : খ

১৪. জীবদেহে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করার জন্য কোনটি প্রয়োজন?

ক. কার্বন ডাই–অক্সাইড  খ. হাইড্রোজেন

গ. শক্তি ঘ. নাইট্রোজেন

সঠিক উত্তর : গ

১৫. কোনটি জীবকোষের সকল জৈব ক্রিয়ার জন্য অপরিহার্য?

ক. অক্সিজেন খ. নাইট্রোজেন

গ. হাইড্রোজেন ঘ. কার্বন ডাই–অক্সাইড

সঠিক উত্তর : ক

১৬. খাদ্যের স্থিতিশক্তি কিসের দ্বারা তাপশক্তিতে রূপান্তরিত হয়?

ক. কার্বন মনোক্সাইড  খ. কার্বন ডাই–অক্সাইড

গ. অক্সিজেন ঘ. হাইড্রোজেন

সঠিক উত্তর : গ

১৭. শ্বসন কোন ধরনের প্রক্রিয়া?

ক. অন্তঃকোষীয় বিপাক

খ. আন্তঃকোষীয় বিপাক

গ. অন্তঃকোষীয় রেচন

ঘ. আন্তঃকোষীয় রেচন

সঠিক উত্তর : ক

১৮. শ্বসনের উদ্দেশ্য কী?

ক. খাদ্য হজম করা

খ. শক্তি উৎপাদন করা

গ. রক্ত জমাট বাঁধানো

ঘ. শ্রবণে সাহায্য করা

সঠিক উত্তর : খ

১৯. নিচের কোন প্রক্রিয়ায় দহন ঘটে?

ক. ব্যাপন  খ. শ্বসন

গ. রেচন ঘ. সালোকসংশ্লেষণ

সঠিক উত্তর : খ

২০. কোন প্রক্রিয়ায় জীবদেহে গ্লুকোজ জারিত হয়?

ক. রেচন খ. শ্বসন

গ. আত্তীকরণ  ঘ. বিপাক

সঠিক উত্তর : খ

অনুচ্ছেদ পড়ে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও।

সালোকসংশ্লেষণ ও শ্বসন হলো উদ্ভিদদেহে সংঘটিত দুটি গুরুত্বপূর্ণ জৈবিক প্রক্রিয়া। এদের একটিতে গ্লুকোজ উৎপন্ন হয় এবং অপরটিতে গ্লুকোজ জারিত হয়।

২১. প্রথম বিক্রিয়াটি উদ্ভিদদেহের কোথায় ঘটে?

ক. ক্লোরোপ্লাস্টে  খ. মাইটোকন্ড্রিয়ায়

গ. রাইবোজোমে ঘ. নিউক্লিয়াসে

সঠিক উত্তর : ক

২২. উদ্দীপকের দ্বিতীয় প্রক্রিয়ায়—

i. গ্লুকোজ জারিত হয়

ii. অক্সিজেন গৃহীত হয়

iii. দেহের ওজন কমে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii   খ. i. ও iii

গ. ii. ও iii  ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক

২৩. কোনটি জীবকোষের সকল জৈব ক্রিয়ার জন্য অপরিহার্য?

ক. অক্সিজেন খ. নাইট্রোজেন

গ. হাইড্রোজেন ঘ. কার্বন ডাই–অক্সাইড

সঠিক উত্তর : ক

২৪. শ্বসনের ফলে জীবদেহে কী উৎপন্ন হয়?

ক. শক্তি ও অক্সিজেন

খ. অক্সিজেন ও কার্বন ডাই–অক্সাইড

গ. শক্তি ও কার্বন ডাই–অক্সাইড

ঘ. শক্তি ও কার্বন মনোক্সাইড

সঠিক উত্তর : গ

২৫. শ্বসন প্রক্রিয়া —

i. একটি বিপাকীয় ক্রিয়া

ii. দিন–রাত্রি সব সময় ঘটে

iii. সকল ক্ষেত্রে CO₂ উৎপন্ন হয় না

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii   খ. i ও iii

গ. ii ও iii  ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক

২৬. শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন হয়—

i. অক্সিজেন

ii. ATP

iii. কার্বন ডাই–অক্সাইড

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii   খ. i ও iii

গ. ii ও iii  ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : গ

২৭.শ্বসন প্রক্রিয়া চলাচালে—

i. সকল জীব CO₂ গ্রহণ করে

ii. জীব CO₂ ত্যাগ করে

iii. স্থৈতিক শক্তি গতিশক্তিকে রূপান্তরিত হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii   খ. i ও iii

গ. ii ও iii  ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : গ

২৮. শ্বসন প্রক্রিয়ার অপর নাম কী?

ক. পরিপাক  খ. বিপাক

গ. ব্যাপন   ঘ. অভিস্রবণ

সঠিক উত্তর : খ

২৯. ব্যাকটেরিয়ার শ্বসন অঙ্গ কোনটি?

ক. সমগ্র দেহতল খ. ফুলকা

গ. ত্বক ঘ. ফুসফুস

সঠিক উত্তর : গ

৩০. শ্বসনের অঙ্কুরিত ছোলা বীজের পরীক্ষার সাহায্যে কোন ঘটনা বোঝা যায়?

ক. শর্করা তৈরি  খ. গ্লুকোজ তৈরি

গ. তাপ উৎপাদন  ঘ. শক্তি উৎপাদন

সঠিক উত্তর : ঘ

৩১. উদ্ভিদের পাতার ছিদ্রপথের নাম কী?

ক. ট্রাকিয়া খ. ট্রাকিড

গ. রক্ষীকোষ ঘ. স্টোমাটা

সঠিক উত্তর : ঘ

৩২. যে সকল অঙ্গ শ্বসনকার্য চালানোর কাজে অংশ নেয়, তাদের একত্রে কী বলে?

ক. ব্রঙ্কিওল  খ. গঠনতন্ত্র

গ. শ্বসনতন্ত্র ঘ. ব্রঙ্কাই

সঠিক উত্তর : গ

৩৩. মাছ ও ব্যাঙাচি শ্বসন সম্পন্ন করে কীভাবে?

ক. ফুলকা দিয়ে খ. ফুসফুস দিয়ে

গ. ট্রাকিয়া দিয়ে ঘ. দেহতল দিয়ে

সঠিক উত্তর : ক

৩৪. ফুসফুসের বায়ুথলি গঠনকারী পাতলা কোষের নাম কী?

ক. এপিথেলিয়াল খ. ট্রাকিয়া

গ. ফুলকা ঘ. অ্যালভিওলাস

সঠিক উত্তর : ক

৩৫. অক্সিজেন ও কার্বন ডাই–অক্সাইড বিনিময় ঘটে কোন নালিতে?

ক. শ্বাসনালি খ. কৈশিক

গ. ট্রাকিয়া ঘ. গলবিল

সঠিক উত্তর : খ

৩৬. শ্বাসনালির মতো গঠন কোনটির?

ক. ব্রঙ্কাইয়ের খ. ট্রাকিয়ার

গ. ফুসফুসের ঘ. স্বররজ্জুর

সঠিক উত্তর : ক

৩৭. বক্ষগহ্বরে কয়টি ফুসফুস থাকে?

ক. একটি খ. দুটি

গ. তিনটি ঘ. চারটি

সঠিক উত্তর : খ

৩৮. ফুসফুসের আবরণের নাম কী?

ক. পেরিকার্ডিয়াম  খ. এপিথেলিয়াল

গ. প্লুরা ঘ. পেরিটোনিয়াম

সঠিক উত্তর : গ

৩৯. কখন বক্ষগহ্বরের আয়তন বাড়ে?

ক. মধ্যচ্ছদা প্রসারিত হলে

খ. শ্বাসযন্ত্র ওপরে উঠলে

গ. মধ্যচ্ছদা সংকুচিত হলে

ঘ. শ্বসন বন্ধ হলে

সঠিক উত্তর : গ

৪০. নাসাপথের কোন অংশ নাসা গলবিল?

ক. প্রথম খ. মাঝ

গ. শেষ ঘ. সম্মুখ

সঠিক উত্তর : গ

৪১. স্বরযন্ত্র কোথায় অবস্থিত?

ক. গলবিল ও শ্বাসনালির সংযোগস্থলে

খ. অন্ননালি ও শ্বাসনালির সংযোগস্থলে

গ. গলবিল ও খাদ্যনালির মাঝে

ঘ. পাকস্থলী ও গলবিলের মাঝে

সঠিক উত্তর : ক

৪২. মানুষের শ্বসনতন্ত্রের কোন পথে শ্বাসনালিতে বাতাস প্রবেশ করে?

ক. অন্ননালি খ. গলবিল

গ. ব্রঙ্কাস ঘ. ক্লোম শাখা

সঠিক উত্তর : খ

৪৩. প্লুরা কোথায় অবস্থিত?

ক. ট্রাকিয়ায় খ. ফুসফুসে

গ. হৃৎপিণ্ডে ঘ. স্বরযন্ত্রে

সঠিক উত্তর : খ

৪৪. মধ্যচ্ছদা কী কাজ করে?

ক. রক্ত চলাচল নিয়ন্ত্রণ

খ. প্রশ্বাস ও নিশ্বাস নিয়ন্ত্রণ

গ. শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ

ঘ. জৈবিক কাজ নিয়ন্ত্রণ

সঠিক উত্তর : খ

৪৫. মানবদেহের ফুসফুস দুটি—

i. হৃৎপিণ্ডের দুই পাশে অবস্থিত

ii. আকারে সমান

iii. স্পঞ্জের মতো নরম ও কোমল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৪৬. জীবের প্রতিটি সজীব কোষে শ্বসনকার্য ঘটে—

i. দিনের বেলায়

ii. রাতের বেলায়

iii. দিন–রাত্রি সব সময়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৪৭. ফুসফুসের আবরণের নাম কী?

ক. পেরিকার্ডিয়াম খ. এপিথেলিয়াল

গ. প্লুরা ঘ. পেরিটোনিয়াম

সঠিক উত্তর : গ

৪৮. নাসাপথের কোন অংশ নাসা গলবিল?

ক. প্রথম খ. মাঝ

গ. শেষ ঘ. সম্মুখ

সঠিক উত্তর : গ

৪৯. শ্বসন প্রক্রিয়া চলাচলে প্রাণী পরিবেশে কোন উপাদানটি ত্যাগ করে?

ক. অক্সিজেন খ. হাইড্রোজেন

গ. নাইট্রোজেন ঘ. কার্বন ডাই–অক্সাইড

সঠিক উত্তর : ঘ

৫০. পানিতে নিমজ্জিত উদ্ভিদ কোনটির মাধ্যমে অক্সিজেন শোষণ করে?

ক. লেন্টিসেল  খ. কাণ্ড

গ. সমগ্র দেহতল ঘ. পাতার মাধ্যমে

সঠিক উত্তর : গ

৫১. ফুলকার সাহায্যে শ্বসন সম্পন্ন করে—

i. মাছ

ii. মানুষ

iii. ব্যাঙাচি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : খ

৫২. কোনটি শ্বসনতন্ত্রের অংশ?

ক. ইউরেটার খ. সেরিবেলাম

গ. ট্রাকিয়া ঘ. ডিওডেনাম

সঠিক উত্তর : গ

৫৩. নিচের কোনটি শ্বাসনালির কাজ?

ক. বায়ু ফুসফুসে প্রবেশ করানো

খ. বায়ু পাকস্থলীতে প্রবেশ করানো

গ. অক্সিজেন বৃহদন্তে প্রবেশ করানো

ঘ. হাইড্রোজেন ফুসফুসে প্রবেশ করানো

সঠিক উত্তর : ক

৫৪. ফুসফুসের প্রতিটি বায়ুথলি কোন কোষ দ্বারা গঠিত?

ক. পাতলা এপিথেলিয়াল

খ. এপিথেলিয়াল

গ. পাতলা স্কোয়ামাস এপিথেলিয়াল

ঘ. ঘন স্কোয়ামাস এপিথেলিয়াল

সঠিক উত্তর : ক

৫৫. মানব শ্বসনতন্ত্রের অঙ্গ হলো—

i. ফুলকা

ii. নাসিকা

iii. ব্রঙ্কিওল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : গ

৫৬. কোনটি উদ্ভিদের শ্বসন অঙ্গের নয়?

ক. ত্বক খ. লেন্টিসেল

গ. রক্ষীকোষ ঘ. পত্ররন্ধ্র

সঠিক উত্তর : ক

৫৭. ফুসফুসের অক্সিজেনযুক্ত রক্ত দেহের দূরবর্তী কৈশিক নালিতে পৌঁছালে কী শুরু হয়?

ক. বহিঃশ্বসন খ. নিশ্বাস

গ. প্রশ্বাস ঘ. অন্তঃশ্বসন

সঠিক উত্তর : ঘ

৫৮. নাসারন্ধ্র ও নাসাপথ আবৃত থাকে—

i. সম্মুখভাগ লোম দ্বারা

ii. পশ্চাৎ দিক ঝিল্লি দ্বারা

iii. সম্মুখভাগ ঝিল্লি দ্বারা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক

৫৯. স্বরযন্ত্রে স্বরছিদ্রের ঢাকনার কাজ হচ্ছে—

i. খাদ্য গ্রহণের সময় স্বরযন্ত্রকে ঢেকে রাখা

ii. শ্বাস গ্রহণের সময় খুলতে সাহায্য করা

iii. বায়ু ফুসফুসে পৌঁছে দেওয়া

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক

৬০. নিউমোনিয়া হয়—

i. ভাইরাসের সংক্রমণে

ii. ব্যাকটেরিয়ার সংক্রমণে

iii. ঠান্ডা লেগে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৬১. ব্রঙ্কাইয়ের শাখাদ্বয়—

i. ব্রঙ্কিওল নামে পরিচিত

ii. অসংখ্য শাখা–প্রশাখায় বিভক্ত

iii. ডান ও বাম ফুসফুসে প্রবেশ করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৬২. অক্সিজেন খাদ্যের সঙ্গে বিক্রিয়া করে কী উৎপন্ন করে?

ক. রক্তকণিকা খ. শক্তি

গ. হিমোগ্লোবিন ঘ. লসিকা

সঠিক উত্তর : খ

৬৩. ফুসফুস আয়তনে ছোট হয় কোন পর্যায়ে?

ক. বহিঃশ্বসন খ. প্রশ্বাস

গ. অন্তঃশ্বসন ঘ. নিশ্বাস

সঠিক উত্তর : ঘ

৬৪. রক্তের লোহিত কণিকায় রঞ্জক পদার্থের নাম কী?

ক. অক্সিহিমোগ্লোবিন

খ. অক্সিগ্লোবিন

গ. হিমোগ্লোবিন

ঘ. অক্সিটক্সিন

সঠিক উত্তর : গ

৬৫. হিমোগ্লোবিন রঞ্জক কী পরিবহন করে?

ক. অক্সিজেন

খ. সালফার

গ. কার্বন মনোক্সাইড

ঘ. হাইড্রোজেন

সঠিক উত্তর : ক

৬৬. মানুষের দেহের কোন অংশ ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়?

ক. গলবিল  খ. অগ্নাশয়

গ. শ্বাসনালি ঘ. পাকস্থলী

সঠিক উত্তর : গ

৬৭. শ্বাসনালির সংক্রমণকে কী বলে?

ক. অ্যাজমা  খ. যক্ষ্মা

গ. নিউমোনিয়া ঘ. ব্রঙ্কাইটিস

সঠিক উত্তর : ঘ

৬৮. বি.সি.জি টিকা দেওয়ার সময় কোনটি?

ক. জন্মের ২ মাস পর

খ. জন্মের ৩ মাস পর

গ. জন্মের পর থেকে ১ বছরের মধ্যে

ঘ. জন্মের সময়

সঠিক উত্তর : গ

৬৯. ব্রংকাইটিসের লক্ষণ—

i. কাশি ও শ্বাসকষ্ট হয়

ii. জ্বর হয়

iii. মাথাব্যথা করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক

৭০. নিশ্বাসের ফলে ফুসফুস—

i. আয়তনে ছোট হয়

ii. সংকুচিত হয়

iii. আয়তনে বড় হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *