পড়াশোনা
1 min read

অন্তঃক্ষরা গ্রন্থি কি? মানবদেহে মোট কতটি অন্তঃক্ষরা গ্রন্থি আছে?

অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে মানবদেহে অবস্থিত এক প্রকার গ্রন্থি। এই গ্রন্থি মূলত এক প্রকার আবরণী কলা। এই গ্রন্থিতে কোনো নালী থাকে না। তাই এদেরকে অনালী বা নালীবিহীন (Ductless gland) গ্রন্থিও বলা হয়।
এই গ্রন্থিগুলো থেকে ক্ষরিত রস সরাসরি রক্তে মিশ্রিত হয়। এই রসকে সাধারণভাবে হরমোন বলা হয়। হরমোন রক্তের মাধ্যমে সারাদেহে ছড়িয়ে পড়ে এবং দেহের নানা ধরনের বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে।
মানবদেহে মোট ১৪টি অন্তঃক্ষরা গ্রন্থি আছে। এগুলো হলোঃ
  • পিটুইটারি গ্রন্থি (Pituitary gland)
  • থাইরয়েড গ্রন্থি (Thyroid gland)
  • প্যারাথাইরয়েড গ্রন্থি (Parathyroid gland)
  • এ্যাড্রেনাল গ্রন্থি (Adrenal gland) বা সুপ্রারিনাল গ্রন্থি
  • শুক্রাশয়ের অনালী অংশ
  • ডিম্বাশয়ের অনালী অংশ
  • অমরা বা গর্ভপুষ্প
  • অগ্ন্যাশয় (Pancreas) [বহিঃক্ষরা গ্রন্থি হিসেবেও কাজ করে]
  • পাকস্থলীর অন্তঃপ্রাচীর
  • ডিওডেনামের অন্তঃপ্রাচীর
  • বৃক্ক ও রক্ত
  • পিনিয়াল গ্রন্থি
  • ক্ষয়প্রাপ্ত কলা।
Rate this post