পড়াশোনা
1 min read

তাপধারণ ক্ষমতা ও আপেক্ষিক তাপের মধ্যে সম্পর্ক

Updated On :

তাপধারণ ক্ষমতা ও আপেক্ষিক তাপের মধ্যে সম্পর্ক স্থাপন কর।

উত্তরঃ কোনো বস্তুর তাপমাত্রা 1K বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ঐ বস্তুর তাপধারণ ক্ষমতা বলে।

আবার, 1 kg ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1K বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ঐ বস্তুর আপেক্ষিক তাপ বলে।

অতএব, তাপধারণ ক্ষমতা = ভর x আপেক্ষিক তাপ।

 

 আপেক্ষিক তাপধারণের সময় বস্তুর ভরের সম্পর্ক থাকলেও তাপধারণ ক্ষমতার সাথে সম্পর্ক নেই

 

শেষ কথা:

আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “তাপধারণ ক্ষমতা ও আপেক্ষিক তাপের মধ্যে সম্পর্ক” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

4.5/5 - (43 votes)