Modal Ad Example
পড়াশোনা

সপ্তম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

1 min read

১. বাংলাদেশের মানুষের জীবিকার প্রধান উৎস কী?

ক. কৃষি খ. চাকরি

গ. ব্যবসা ঘ. কুটিরশিল্প

সঠিক উত্তর : ক

২. অর্থনৈতিক মূল্য রয়েছে এমন যেকোনো কাজ, সেবা বা বিনিময়কে কী বলে?

ক. সেবা কার্যক্রম

খ. অর্থনৈতিক কার্যক্রম

গ. বিনিময় কার্যক্রম

ঘ. আনুষ্ঠানিক কার্যক্রম

সঠিক উত্তর : খ

৩. অর্থনৈতিক কার্যক্রমকে কয় ভাগে ভাগ করা যায়?

ক. ২ খ. ৩

গ. ৪ ঘ. ৫

সঠিক উত্তর : ক

৪. যেসব কাজের জন্য কোনো মজুরি নির্ধারিত নেই, সেসব কাজকে কী বলা হয়?

ক. আনুষ্ঠানিক কার্যক্রম

খ. অনানুষ্ঠানিক কার্যক্রম

গ. বিনিময় কার্যক্রম

ঘ. সেবা কার্যক্রম

সঠিক উত্তর : খ

৫. যেসব অর্থনৈতিক কার্যক্রম সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয় না, তাদের কী বলে?

ক. অনানুষ্ঠানিক কার্যক্রম

খ. সেবা কার্যক্রম

গ. বিনিময় কার্যক্রম

ঘ. কুটিরশিল্প

সঠিক উত্তর : ক

৬. অনুন্নত বা উন্নয়নশীল দেশের বেশির ভাগ অর্থনৈতিক কার্যক্রম কোন খাতের অন্তর্ভুক্ত?

ক. সেবা খাত খ. বিনিময় খাত

গ. অনানুষ্ঠানিক খাত ঘ. আনুষ্ঠানিক খাত

সঠিক উত্তর : গ

৭. বাংলাদেশের অর্থনীতিতে অনানুষ্ঠানিক খাতের অপর নাম কী?

ক. প্রচলিত খাত খ. প্রথাগত খাত

গ. প্রথাহীন খাত ঘ. অপ্রচলিত খাত

সঠিক উত্তর : খ

৮. বাংলাদেশের অর্থনীতিতে কোন খাত প্রধান ভূমিকা পালন করছে?

ক. অনানুষ্ঠানিক কার্যক্রম

খ. বিনিময় কার্যক্রম

গ. আনুষ্ঠানিক কার্যক্রম

ঘ. সেবা কার্যক্রম

সঠিক উত্তর : ক

৯. দেশের জাতীয় অর্থনীতিতে কারা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন?

ক. ব্যবসায়ীরা খ. চাকরিজীবীরা

গ. কৃষকেরা ঘ. কামার-কুমারেরা

সঠিক উত্তর : গ

১০. কোন দেশ পোশাকসহ বাংলাদেশে উৎপাদিত পণ্যসামগ্রীর সবচেয়ে বড় ক্রেতা?

ক. ফ্রান্স খ. জার্মানি

গ. যুক্তরাষ্ট্র ঘ. যুক্তরাজ্য

সঠিক উত্তর : গ

১১. বাংলাদেশ একটি শিল্প সম্ভাবনাময় দেশ। কারণ —

i. কম মজুরিতে শ্রমিক পাওয়া যায়

ii. বিনিয়োগসহায়ক সরকারি কর্মসূচি রয়েছে

iii. উৎপাদিত পণ্যের গুণাগুণ অন্যান্য দেশের চেয়ে ভালো

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক

১২. ফলের রস কী ধরনের খাদ্য?

ক. রপ্তানিযোগ্য খাদ্য

খ. শিশুখাদ্য

গ. দুধজাতীয় খাদ্য

ঘ. প্রক্রিয়াজাতকৃত খাদ্য

সঠিক উত্তর : ঘ

১৩. প্রক্রিয়াজাতকরণ শিল্পের প্রধান সমস্যা—

i. পুঁজির সমস্যা

ii. রপ্তানি চাহিদা কম

iii. কৃষিপণ্য সংরক্ষণের সুযোগ কম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : খ

১৪. দেশকে উন্নত করতে হলে আমাদের কী করা উচিত?

ক. জাতীয় অর্থনীতিকে সবল ও গতিশীল করা

খ. কুটিরশিল্পের ওপর জোর দেওয়া

গ. যোগাযোগব্যবস্থার ওপর জোর দেওয়া

ঘ. কৃষি খাতকে গুরুত্ব প্রদান করা

সঠিক উত্তর : ক

১৫. বাংলাদেশের অধিকাংশ মানুষ কোথায় বাস করে?

ক. শহরে  খ. গ্রামে

গ. রাজধানীতে  ঘ. পাহাড়ি এলাকায়

সঠিক উত্তর : খ

১৬. যাদের নিজস্ব বা স্থায়ী বসতবাড়ি নেই, তাদের কী বলা হয়?

ক. ভাসমান খ. নিম্নবিত্ত

গ. মধ্যবিত্ত ঘ. উচ্চবিত্ত

সঠিক উত্তর : ক

১৭. কারা আনুষ্ঠানিক অর্থনৈতিক কাজগুলো করে থাকেন?

ক. উচ্চবিত্ত ও মধ্যবিত্তরা

খ. মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা

গ. উচ্চমধ্যবিত্ত ও মধ্যবিত্তরা

ঘ. নিম্নমধ্যবিত্ত ও নিম্নবিত্তরা

সঠিক উত্তর : ক

১৮. বাংলাদেশের মোট খাদ্যচাহিদার বড় অংশ কারা উৎপাদন করছেন?

ক. চাষিরা  খ. চাকরিজীবীরা

গ. ব্যবসায়ীরা ঘ. রাজনীতিবিদেরা

সঠিক উত্তর : ক

১৯. মিস্ত্রি কোন শ্রেণির অন্তর্ভুক্ত?

ক. নিম্নবিত্ত খ. মধ্যবিত্ত

গ. উচ্চবিত্ত ঘ. নিম্নমধ্যবিত্ত

সঠিক উত্তর : ক

২০. আনুষ্ঠানিক অর্থনৈতিক কাজ—

i. সরকারি চাকরি

ii. দোকানের কাজ

iii. ব্যবসা প্রতিষ্ঠানে কাজ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : গ

২১. হাবিব প্রতিদিন ঘুম থেকে উঠে বিছানাপত্র গুছিয়ে রাখেন। এই কার্যক্রম—

i. অর্থনৈতিক

ii. অনানুষ্ঠানিক

iii. গৃহস্থালি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii   খ. i ও iii

গ. ii ও iii   ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : গ

২২. বাংলাদেশে কৃষির পর কোন খাতে বিপুলসংখ্যক মানুষের জীবিকার সংস্থান হচ্ছে?

ক. আবাসন খাত খ. যোগাযোগ খাত

গ. শিল্প খাত ঘ. সেবা খাত

সঠিক উত্তর : গ

২৩. কোন আমলে বাংলাদেশ শিল্প বা কলকারখানা প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক বৈষম্যের শিকার হয়েছিল?

ক. ব্রিটিশ আমলে

খ. পাকিস্তান আমলে

গ. মোগল আমলে

ঘ. পাল আমলে

সঠিক উত্তর : খ

২৪. একসময় আমাদের দেশের প্রধান শিল্প ছিল কোনটি?

ক. পোশাকশিল্প   খ. ঔষধশিল্প

গ. চিনিশিল্প ঘ. পাটশিল্প

সঠিক উত্তর : ঘ

২৫. কখন বাংলাদেশের বিভিন্ন স্থানে নতুন নতুন শিল্পকারখানা গড়ে উঠতে শুরু করে?

ক. ১৯৭১ সালে স্বাধীনতার পর

খ. স্বাধীনতার আগে ১৯৬৯ সালে

গ. ১৯৪৭ সালে দেশবিভাগের পর

ঘ. দেশবিভাগের আগে ১৯৪৫ সালে

সঠিক উত্তর : ক

২৬. দেশের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে কাজ করে কোন শিল্প?

ক. বৃহৎ শিল্প খ. কুটিরশিল্প

গ. মাঝারি শিল্প   ঘ. ক্ষুদ্র শিল্প

সঠিক উত্তর : ক

২৭. নিচের কোনটি মাঝারি শিল্প?

ক. মিষ্টির তৈরির কারখানা

খ. হিমাগার

গ. প্লাস্টিক কারখানা

ঘ. তাঁতবস্ত্র

সঠিক উত্তর : খ

২৮. মিরন দেড় কোটি টাকা মূলধন খাটিয়ে সিরামিকশিল্প স্থাপন করার উদ্যোগ গ্রহণ করেন। এটি কোন ধরনের শিল্পের অন্তর্ভুক্ত?

ক. ক্ষুদ্র   খ. মাঝারি

গ. কুটির   ঘ. বৃহৎ

সঠিক উত্তর : খ

২৯. দেড় কোটি টাকার কম মূলধন খাটে যে শিল্পে, তাকে কী শিল্প বলা হয়?

ক. বৃহৎ শিল্প খ. মাঝারি শিল্প

গ. ক্ষুদ্র শিল্প ঘ. কুটিরশিল্প

সঠিক উত্তর : গ

৩০. যে শিল্পের উৎপাদন ও বিপণনের কাজটি প্রধানত মালিক নিজে বা তাঁর পরিবারের সদস্যরা করে থাকেন, তাকে কী শিল্প বলা হয়?

ক. বৃহৎ শিল্প খ. মাঝারি শিল্প

গ. ক্ষুদ্র শিল্প ঘ. কুটিরশিল্প

সঠিক উত্তর : ঘ

৩১. কুটিরশিল্প জাতীয় অর্থনীতিতে মূল্যবান কেন?

ক. বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য

খ. বাণিজ্যিক প্রসারের জন্য

গ. মানুষের কর্মসংস্থান ও স্বনির্ভরতার জন্য

ঘ. বৈদেশিক সম্পর্ক স্থাপনের জন্য

সঠিক উত্তর : গ

৩২. মুন্নি বেতের পাখা বানিয়ে বিক্রি করেন। এটা কোন ধরনের শিল্প?

ক. বৃহৎ শিল্প খ. মাঝারি শিল্প

গ. ক্ষুদ্র শিল্প ঘ. কুটিরশিল্প

সঠিক উত্তর : ঘ

৩৩. নারীদের জন্য কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে কোন শিল্প?

ক. পোশাকশিল্প খ. পাটশিল্প

গ. কুটিরশিল্প ঘ. ক্ষুদ্রশিল্প

সঠিক উত্তর : ক

৩৪. প্রক্রিয়াজাতকরণ কী?

ক. উৎপাদন রূপান্তর ব্যবসা

খ. উৎপাদন সংরক্ষণব্যবস্থা

গ. রূপান্তর ও সংরক্ষণব্যবস্থা

ঘ. সংরক্ষণ ও স্থানান্তর

সঠিক উত্তর : গ

৩৫. বিদেশি বিনিয়োগকারীরা এ দেশে শিল্প স্থাপন ও বিনিয়োগ করতে আগ্রহী হন কেন?

ক. কম মজুরিতে দক্ষ ও অদক্ষ শ্রমিক পাওয়ার জন্য

খ. আধুনিক প্রযুক্তি ব্যবহারের জন্য

গ. বেশি মজুরিতে শ্রমিক পাওয়ার জন্য

ঘ. পর্যাপ্ত তথ্য ও প্রযুক্তি সরবরাহের জন্য

সঠিক উত্তর : ক

৩৬. বাংলাদেশে উৎপাদিত কোন জিনিস আজ বিশ্বের বাজারে সমাদৃত?

ক. চা খ. চিংড়ি

গ. তৈরি পোশাক ঘ. পাট

সঠিক উত্তর : গ

৩৭. বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ করতে সরকার বাংলাদেশে কী প্রতিষ্ঠা করেছে?

ক. শিল্প এলাকা

খ. রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা

গ. গার্মেন্টস এলাকা

ঘ. আমদানি প্রক্রিয়াকরণ এলাকা

সঠিক উত্তর : খ

৩৮. শিল্পসমৃদ্ধ মধ্য আয়ের দেশ হওয়ার সম্ভাবনা ক্রমে উজ্জ্বল হয়ে উঠেছে কোন দেশের?

ক. বাংলাদেশের খ. ভারতের

গ. পাকিস্তানের ঘ. যুক্তরাষ্ট্রের

সঠিক উত্তর : ক

৩৯. শিল্পপ্রতিষ্ঠানকে কয় ভাগে ভাগ করা যায়?

ক. দুই  খ. তিন

গ. চার  ঘ. পাঁচ

সঠিক উত্তর : গ

৪০. দেড় কোটি টাকার অধিক মূলধনবিশিষ্ট শিল্পকে কী বলা হয়?

ক. বৃহৎ শিল্প খ. মাঝারি শিল্প

গ. ক্ষুদ্র শিল্প ঘ. কুটিরশিল্প

সঠিক উত্তর : খ

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x