পড়াশোনা

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর (পর্ব-৩)

1 min read

প্রশ্ন-১. সবৃন্তক ফুল কাকে বলে?
উত্তর : বৃন্তযুক্ত ফুলকে সবৃন্তক ফুল বলে।

প্রশ্ন-২. সহকারী কোষ কাকে বলে?
উত্তর : গর্ভযন্ত্রের ডিম্বাণু ব্যতীত অন্য কোষকে সহকারী কোষ বলে।

প্রশ্ন-৩. প্লুরা কি?
উত্তর : ফুসফুস যে পর্দা দ্বারা আবৃত তাকে প্লুরা বলে।

প্রশ্ন-৪. কোষ ঝিল্লির ভাঁজকে কী বলে?
উত্তর : কোষঝিল্লির ভাজকে মাইক্রোভিলাস বলে।

প্রশ্ন-৫. কোন দেশে সর্বপ্রথম প্লাস্টিক মুদ্রা চালু হয়?
উত্তর : সর্বপ্রথম অস্ট্রেলিয়ায় প্লাস্টিক মুদ্রা চালু হয়।

প্রশ্ন-৬. চামড়া শব্দের আরবি কি?
উত্তর : চামড়ার শব্দের আরবি হচ্ছে (جِلْدٌ) জিলদুন।

প্রশ্ন-৭. TDS এর আদর্শমান কত?
উত্তর : TDS এর আদর্শমান 2um (মাইক্রোমিটার)।

প্রশ্ন-৮. চামড়ার মূল রাসায়নিক উপাদান কী?
উত্তর : চামড়ার মূল রাসায়নিক উপাদান কোলজেন প্রোটিন।

প্রশ্ন-৯. CFC কী?
উত্তর : CFC হলো ক্লোরো ফ্লোরো কার্বন, এর বাণিজ্যিক নাম ফ্রেয়ন।

প্রশ্ন-১০. কার্বোক্যাটায়ন কাকে বলে?
উত্তর : ধনাত্মক চার্জবিশিষ্ট জৈব আয়নসমূহকেই কার্বোক্যাটায়ন বলে।

প্রশ্ন-১১. IPM-এর পূর্ণরূপ কি?
উত্তর : IPM-এর পুর্ণরূপ হলো Integrated pest management।

প্রশ্ন-১২. পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপ কোনটি?
উত্তর : পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপ হল আরব উপদ্বীপ।

প্রশ্ন-১৩. ভোল্টায়িক সেল কত সালে প্রথম আবিষ্কার করা হয়?
উত্তর : ১৮০০ সালে সর্বপ্রথম ভোল্টায়িক সেল আবিষ্কার করা হয়।

প্রশ্ন-১৪. দেহের শক্তি ঘর কোনটিকে বলা হয়?
উত্তর : মাইটোকন্ড্রিয়াকে দেহের শক্তি ঘর বলা হয়।

প্রশ্ন-১৫. NURSE শব্দটির অর্থ কী?
উত্তর : Nurse শব্দটির বাংলা অর্থ সেবিকা।

প্রশ্ন-১৬. স্ল্যাগ কী?
উত্তর : ব্লাস্ট ফার্নেসে প্রাপ্ত ধাতুমলকে স্ল্যাগ বলে।

প্রশ্ন-১৭. বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি?
উত্তর : বাংলাদেশের জাতীয় ফুলের নাম শাপলা।

প্রশ্ন-১৮. ফ্যারাডে কোন দেশের বিজ্ঞানী ছিলেন?
উত্তর : ফ্যারাডে ব্রিটেনের বিজ্ঞানী ছিলেন।

প্রশ্ন-১৯. অ্যানোডের চার্জ কীরূপ?
উত্তর : অ্যানোড ধনাত্মক চার্জযুক্ত হয়।

প্রশ্ন-২০. প্রাচ্যের এরিস্টটল বলা হয় কাকে?
উত্তর : প্রাচ্যের এরিস্টটল বলা হয় আবু নসর মুহম্মদ বিন মুহম্মদ আল ফারাবীকে। তিনি একজন প্রখ্যাত বিজ্ঞানী ও দার্শনিক।

প্রশ্ন-২১. E-medicine-এর পূর্ণরূপ কি?
উত্তর : E-medicine এর পূর্ণরূপ হল Electronic Medicine । যা অনলাইনে রোগীদের সেবা দিয়ে থাকে।

প্রশ্ন-২২. বিবেকানন্দের প্রকৃত নাম কী?
উত্তর : বিবেকানন্দের প্রকৃত নাম নরেন্দ্রনাথ।

প্রশ্ন-২৩. C Language তৈরি করেন কে?
উত্তর : C Language তৈরি করেন : ডেনিস রিচি, ১৯৭০ সালে।

প্রশ্ন-২৪. C কি ?
উত্তর : C হলো উচ্চস্তরের প্রোগ্রাম ভাষা।

প্রশ্ন-২৫. জাভা কি?
উত্তর : জাভা একটি প্রোগ্রামিং ভাষা

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x