তৃতীয় অধ্যায় : হিন্দুধর্মের স্বরূপ ও বিশ্বাস (হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা), অষ্টম শ্রেণি

প্রশ্ন-১। ‘ধর্ম’ শব্দের উৎপত্তি হয়েছে কোন ধাতু থেকে?

উত্তরঃ গম্।

প্রশ্ন-২। ধর্মের বিশেষ লক্ষণ কয়টি?

উত্তরঃ চার।

প্রশ্ন-৩। আশ্রমধর্ম কয় প্রকার?

উত্তরঃ চার।

প্রশ্ন-৪। সত্যযুগের প্রধান ধর্ম কী?

উত্তরঃ তপস্যা।

প্রশ্ন-৫। কলিযুগের প্রধান ধর্ম কি?

উত্তরঃ দান।

প্রশ্ন-৬। হিন্দুধর্মের মতে যুগ কয়টি?

উত্তরঃ হিন্দুধর্মের মতে যুগ চারটি। যথাঃ– সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি।

প্রশ্ন-৭। চতুরাশ্রম কাকে বলে?

উত্তরঃ চারটি আশ্রমকে একসাথে চতুরাশ্রম বলে। প্রাচীনকালে ঋষিগণ মানব জীবনকে চারটি পর্যায়ে বিভক্ত করেছেন। এগুলো হলো- ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস।

প্রশ্ন-৮। সত্যযুগ কাকে বলে?

উত্তরঃ হিন্দুধর্ম মতে মানবসভ্যতা বিকাশের প্রাথমিক পর্যায়কে সত্যযুগ বলে। এ যুগে মানুষ ছিল ধর্মপ্রাণ। তাদের জীবন ছিল সৎকর্মময়। কোন ধরনের অসৎকর্ম বা পাপ তাদেরকে স্পর্শ করতে পারে নি। তখন ধর্ম ছিল পূর্ণ, ষোল আনা। সমাজে সর্বত্র ধর্ম বিরাজ করত।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *