বাগধারা সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১। বাগধারা কাকে বলে?
উত্তরঃ কোনো শব্দ বা শব্দ সমষ্টি বাক্যে ব্যবহৃত হয়ে অর্থের দিক দিয়ে যখন বৈশিষ্ট্যময় হয়ে ওঠে, তখন সেসব শব্দ বা শব্দ সমষ্টিকে বাগধারা বলে।
প্রশ্ন-২। বাগধারাকে ভাষার প্রাণ বলা হয় কেন?
উত্তরঃ প্রত্যেক ভাষার কতকগুলো চিরাচরিত বিশেষ বাক-ভঙ্গিমা আছে। এসব বাক-ভঙ্গিমা যুগ-যুগ ধরে বিশেষ অর্থ প্রকাশ করে আসছে। এসবের আক্ষরিক অর্থ ব্যতিরেকে গূঢ়ার্থ গ্রহণ করা হয়। আর এ কারণে বাগধারাকে ভাষার প্রাণ বলা হয়।
প্রশ্ন-৩। ‘রাবণের চিতা’ বাগধারাটির অর্থ কি?
উত্তরঃ চির অশান্তি।
প্রশ্ন-৪। ‘অন্ধের যষ্টি’ বাগধারাটির অর্থ কি?
উত্তরঃ একমাত্র সম্বল।
প্রশ্ন-৫। ‘ছা-পোষা’ বাগধারাটির অর্থ কি?
উত্তরঃ অত্যন্ত গরিব।