Modal Ad Example
পড়াশোনা

সিস্টেম কি? সিস্টেমের অংশগুলো কি কি?

0 min read

সিস্টেম হচ্ছে কিছু দিকনির্দেশনার সমন্বিত রূপ, যা একটি নির্দিষ্ট কাজকে সহজ ও সঠিকভাবে সম্পন্ন করতে সাহায্য করে।

সিস্টেমের অংশগুলো কী কী?
সিস্টেমের অংশগুলো হলো–
১. ইনপুট : ডেটা ও দিকনির্দেশনা।
২. প্রসেসিং : দিকনির্দেশনা অনুযায়ী ডেটার ওপর কাজ করা।
৩. আউটপুট : ফলাফল প্রদর্শন।
৪. ফিডব্যাক : ফলাফলের ওপর মতামত, যা পরবর্তীতে দিকনির্দেশনাকে আরো সঠিক করে।

সিস্টেম উন্নয়ন চক্র কী?
ইনফরমেশন সিস্টেম গড়ে তোলার জন্য এর বিভিন্ন দিক বিশ্লেষণ ও পরিকল্পনা প্রণয়নপূর্বক অন্যান্য আনুষঙ্গিক কাজগুলো ধাপে ধাপে করার প্রক্রিয়াই হচ্ছে সিস্টেম উন্নয়ন চক্র। সিস্টেম উন্নয়ন চক্রের মাধ্যমে ইনফরমেশন সিস্টেম উন্নয়নসহ অন্য যে কোন সফটওয়্যার উন্নয়ন করা যায়।
ধাপসমূহ : সিস্টেম উন্নয়ন চক্রের ধাপগুলো নিম্নরূপ :
১. তথ্যানুসন্ধান বা ইনভেস্টিগেশন
২. বিশ্লেষণ বা অ্যানালাইসিস
৩. পরিকল্পনা বা ডিজাইন
৪. সফটওয়্যার উন্নয়ন
৫. সিস্টেম বাস্তবায়ন
৬. সিস্টেম রক্ষণাবেক্ষণ
3.5/5 - (2 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x