পড়াশোনা
1 min read

সংখ্যা পদ্ধতি বিষয়ক প্রশ্ন ও উত্তর

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর (Brief Question & Answer)

সংখ্যা পদ্ধতি কি?
উত্তরঃ কোন সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয়।

১ এর পরিপূরক গঠন কি?
উত্তরঃ বাইনারি সংখ্যায় ০ এর স্থানে ১ এবং ১ এর স্থানে ০ বসিয়ে অর্থাৎ সংখ্যার বিটগুলােকে উল্টিয়ে, সংখ্যাটির ১ এর পরিপূরক (1’s complement form) গঠন পাওয়া যায়। যেমন- ১০১০১১০ সংখ্যাটির ১ এর পরিপূরক ০১০১০০১ হয়।

ASCII এর পূর্ণ রূপ কি?
উত্তরঃ ASCII এর পূর্ণ রূপ হলো American Standard Code for Information Interchange.

৮ + ৮ = ১০ ব্যাখ্যা করো।
উত্তরঃ দশমিক সংখ্যা পদ্ধতিতে ৮ + ৮ = ১৬ হয় কিন্তু ১৬ কে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে পরিণত করলে ১০ হয়। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে ৮ + ৮ = ১০ হয়।

ASCII উদ্ভাবন করেন কে এবং কত সালে?
উত্তরঃ ASCII উদ্ভাবন করেন রবার্ট বিমার, ১৯৬৫ সালে।

হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির অঙ্কগুলো কি কি?
উত্তরঃ হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির অঙ্কগুলাে হলাে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E এবং F

কম্পিউটার কোডিং বলতে কি বােঝায়?
উত্তরঃ কম্পিউটারের অভ্যন্তরে গৃহীত সকল প্রকার বর্ণ, চিহ্ন, সংখ্যা, প্রতীক ইত্যাদি সমতুল্য বাইনারি সংখ্যায় রূপান্তর করে নেয়ার প্রয়ােজন হয়। রূপান্তর করার এই প্রক্রিয়াকে কম্পিউটার কোডিং বলা হয়।

বাইনারি সংখ্যা পদ্ধতি কি?
উত্তরঃ ইলেকট্রনিক্স যুক্তিক বর্তনীর দ্বৈত অবস্থাকে প্রকাশ করার জন্য দু’ডিজিটের একটি নাম্বার সিস্টেম ব্যবহৃত হয়। একে বাইনারি নাম্বার সিস্টেম বলে।

কি আবিষ্কারের মাধ্যমে পিংগালা প্রথম বাইনারি পদ্ধতির ধারণা দেন?
উত্তরঃ (০) শূন্য আবিষ্কারের মাধ্যমে পিংগালা প্রথম বাইনারি পদ্ধতির ধারণা দেন।

ভিত বা বেস কাকে বলে?
উত্তরঃ কোন সংখ্যা পদ্ধতির বেস বা ভিত হচ্ছে ঐ পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নসমূহের সমষ্টির মান।

হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কি?
উত্তরঃ ০, ১, ২ …… ৯ এবং A, B, C, D, E, F এর সমন্বয়ে ষােলভিত্তিক সংখ্যা পদ্ধতিকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে।

12 দশমিক সংখ্যার বাইনারি মান কত?
উত্তরঃ 12 দশমিক সংখ্যার বাইনারি মান 1100

দশমিক সংখ্যা পদ্ধতি কি?
উত্তরঃ ০ থেকে ৯-এ দশটি সংখ্যার সমন্বয়ে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে।

কত সালে ২৭টি গ্রিক এলফাবেট নিয়ে ১০ ভিত্তিক সংখ্যা চালু হয়?
উত্তরঃ খ্রীষ্টপূর্ব ৪০০ সালে ২৭টি গ্রিক এলফাবেট নিয়ে ১০ ভিত্তিক সংখ্যা চালু হয়।

কোড (Code) কি?
উত্তরঃ কোড (Code): কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, সংখ্যা বা বিশেষ চিহ্নকে আলাদাভাবে সিপিইউকে বােঝানাের জন্য বিটের (0 বা 1) বিভিন্ন বিন্যাসের সাহায্যে অদ্বিতীয় (Unique) সংকেত তৈরি করা হয়। এ অদ্বিতীয় সংকেতকে কোড বলে।

হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেজ কত?
উত্তরঃ হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেজ 16

2 এর পরিপূরক গঠন কি?
উত্তরঃ সংখ্যার চিহ্ন উপস্থাপনের জন্য ব্যবহৃত পদ্ধতি যা অধিকাংশ গাণিতিক বর্তনীর জন্য 2 এর পরিপূরক গঠনে সংখ্যা নির্দিষ্ট করা হয়।

সর্বপ্রথম কোথায় ভগ্নাংশের ব্যবহার শুরু হয়?
উত্তরঃ সর্বপ্রথম মিশরে ভগ্নাংশের ব্যবহার শুরু হয়।

EBCDIC এর পূর্ণ রূপ কি?
উত্তরঃ EBCDIC এর পূর্ণ রূপ Extended Binary Coded Decimal Interchange Code

প্যারিটি বিট কি?
উত্তরঃ বাইনারি ডেটা কিংবা কোডকে একস্থান থেকে অন্যস্থানে সঠিকভাবে প্রেরণ করার জন্য এর সাথে যে অতিরিক্ত বিট যুক্ত করা হয় তাকেই প্যারিটি বিট বলে।

বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ ২ কেন?
উত্তরঃ বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুইটি চিহ্ন (০ ও ১) ব্যবহৃত হয়। এই জন্য এ সংখ্যা পদ্ধতির বেজ ২।

LSB এর পূর্ণনাম কি?
উত্তরঃ Least Significant Bit

২ এর পরিপূরক গঠন কি?
উত্তরঃ ১ এর পরিপূরক এর সাথে ১ যােগ করলে বাইনারি সংখ্যার ২ এর পরিপূরক পাওয়া যায়। যেমন ১০১০১১০ সংখ্যাটির ১ এর পরিপূরক ০১০১০১০ হয়।

ট্যালি মার্ক দিয়ে প্রাচীনকালে কোনটিকে বুঝানাে হতাে?
উত্তরঃ ট্যালি মার্ক দিয়ে প্রাচীনকালে দিনের সংখ্যা বুঝানাে হতাে।

বাইনারি সংখ্যা পদ্ধতি কি?
উত্তরঃ ০ এবং ১ এর সমন্বয়ে দুইভিত্তিক সংখ্যা পদ্ধতিকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে।

UNICODE উদ্ভাবন করেন কে এবং কত সালে?
উত্তরঃ UNICODE উদ্ভাবন করেন Apple and Xerox Corporation, ১৯৯১ সালে।

দশমিক সংখ্যা পদ্ধতির মােট অঙ্ক কয়টি?
উত্তরঃ দশমিক সংখ্যা পদ্ধতির মােট অঙ্ক 10 টি।

BCD কোড কি?
উত্তরঃ BCD একটি 4 বিট বাইনারি ভিত্তিক কোড। দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য এ কোড ব্যবহার করা হয়।

দশমিক সংখ্যা পদ্ধতির বেজ কত?
উত্তরঃ দশমিক সংখ্যা পদ্ধতির বেজ 10

BCD এর পূর্ণ রূপ কি?
উত্তরঃ BCD এর পূর্ণ রূপ Binary Coded Decimal

ইউনি কোড কি?
উত্তরঃ ইউনিকোড মূলত: ২ বাইট বা ১৬ বিটের কোড। এ কোডের মাধ্যমে ৬৫, ৫৩৬ অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়।

অকটাল সংখ্যা পদ্ধতির মােট অঙ্ক কয়টি?
উত্তরঃ অকটাল সংখ্যা পদ্ধতির মােট অঙ্ক 8টি।

1 এর পরিপূরক কত?
উত্তরঃ 1 এর পরিপূরক 0

অকটাল সংখ্যা পদ্ধতির বেজ কত?
উত্তরঃ অকটাল সংখ্যা পদ্ধতির বেজ 8

হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির মােট অঙ্ক কয়টি?
উত্তরঃ হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির মােট অঙ্ক 16টি।

MSB এর পূর্ণনাম কি?
উত্তরঃ Most Significant Bit

অকট্যাল সংখ্যা পদ্ধতি কি?
উত্তরঃ ০, ১, ২, …… ৭ এর সমন্বয়ে আটভিত্তিক সংখ্যা পদ্ধতিকে অকট্যাল সংখ্যা পদ্ধতি বলে।

সরলতম গণনা পদ্ধতি কি?
উত্তরঃ সরলম গণনা পদ্ধতি হলো – বাইনারি পদ্ধতি ।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (Multiple Question & Answer)

বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ কত?
ক. ২
খ. ১০
গ. ৮
ঘ. ১৬
উত্তরঃ ২।

অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো-
ক. ২
খ. ৮
গ. ১০
ঘ. ১৬
উত্তরঃ ৮।

হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো-
ক. ১০
খ. ৮
গ. ২
ঘ. ১৬
উত্তরঃ ১৬।

হেক্সাডেসিমাল F এর মান বাইনারিতে-
ক. ১০১০
খ. ১১১১
গ. ১১১০
ঘ. ১১০১
উত্তরঃ ১১১১।

নিচের কোনটি অক্টাল সংখ্যা নয়?
ক. ৭
খ. ৮
গ. ৬
ঘ. ৫
উত্তরঃ ৮।

সাধারণত কত বিটে ১ বাইট হিসেব করা হয়?
ক. ৪
খ. ৮
গ. ১২
ঘ. ১৬
উত্তরঃ ৮।

Rate this post