পড়াশোনা
1 min read

ত্রয়োদশ অধ্যায় : আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স, পদার্থবিজ্ঞান

প্রশ্ন-১। রঙিন টেলিভিশনের গ্রাহক যন্ত্রে কয়টি ইলেকট্রনগান থাকে?
উত্তরঃ রঙিন টেলিভিশনের গ্রাহক যন্ত্রে তিনটি ইলেকট্রনগান থাকে।

প্রশ্ন-২। তেজস্ক্রিয় পরিমাপের একক কি?
উত্তরঃ তেজস্ক্রিয় পরিমাপের একক বেকরেল।

প্রশ্ন-৩। চারটি তেজস্ক্রিয় পদার্থের নাম লেখ।
উত্তরঃ চারটি তেজস্ক্রিয় পদার্থের নাম হচ্ছেঃ ১। ইউরেনিয়াম, ২। রেডিয়াম, ৩। পলোনিয়াম ও ৪। জিরকোনিয়াম।

প্রশ্ন-৪। n-p-n ট্রানজিস্টর কীভাবে তৈরি করা হয়?
উত্তরঃ দু’টি n-টাইপ অর্ধপরিবাহীর মাঝে একটি p-টাইপ অর্ধপরিবাহী স্যান্ডউইচের মতো জোড়া লাগিয়ে এ ট্রানজিস্টর তৈরি করা হয়। এর তিনটি স্তরকে বলা হয় সংগ্রাহক (Collector), ভূমি (Base) ও নিঃসারক (Emiter)। n-টাইপ অঞ্চল দু’টি হলো ট্রানজিস্টরের সংগ্রাহক ও নিঃসারক এবং মধ্যে সরু p-টাইপ অঞ্চল হলো ভূমি।

প্রশ্ন-৫। তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু বলতে কী বোঝায়?
উত্তরঃ যে সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থের মোট পরমাণুর ঠিক অর্ধেক পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয় তাকে ঐ পদার্থের অর্ধায়ু বলে।
উদাহরণস্বরূপ ধরা যাক, কোনো মৌলে ১০০টি তেজস্ক্রিয় পরমাণু আছে। এর অর্ধেক অর্থাৎ ৫০টি পরমাণুর ক্ষয় হয়ে কোনো নতুন মৌলে রূপান্তরিত হতে যে সময় লাগে তাকে ঐ পদার্থের অর্ধায়ু বলে।

Rate this post